নতুন বছরে ৬৫ দিন বন্ধ থাকবে স্কুল, রইলো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নতুন বছর ২০২০ শুরু হয়েছে আর তার সাথেই শুরু হতে চলেছে নতুন শিক্ষাবর্ষ। ইতিমধ্যেই বিগত বছরের শেষ মাসেই মধ্যশিক্ষা পর্ষদ এই নতুন শিক্ষাবর্ষে ছুটির দিন বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছে।

Advertisements

Advertisements

এই ঘোষণা অনুসারে প্রথম পর্বের ছুটি

Advertisements
  • বছরের প্রথম দিন অর্থাৎ নববর্ষে ছুটি – ১ দিন।
  • স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী ১২ জানুয়ারি -১দিন।
  • নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী ২৩সে জানুয়ারি -১ দিন।
  • সাধারণ তন্ত্র দিবস ২৬ সে জানুয়ারি – ১দিন।
  • সরস্বতী পুজোর ছুটি ২০, ৩০, ৩১ জানুয়ারি – ৩দিন।
  • শিবরাত্রির ছুটি ২১ শে ফেব্রুয়ারি – ১ দিন।
  • দোলযাত্রা ছুটি ৯ মার্চ – ১দিন।
  • হোলির ছুটি ১০ মার্চ -১ দিন।
  • সবেবরাত ৯ এপ্রিল – ১ দিন।
  • গুড ফ্রাইডে ১০ এপ্রিল – ১ দিন।
  • বাংলা নববর্ষ ও বি আর আম্বেদকরের জন্মদিন ১৪ এপ্রিল -১ দিন।

দ্বিতীয় পর্বের ছুটি

  • শ্রমিক দিবস ১ লা মে -১দিন।
  • বুদ্ধপূর্ণিমা ৭ মে -১ দিন।
  • রবীন্দ্র জয়ন্তি ৮ মে -১ দিন।
  • গ্রীষ্মের ছুটি ২৩ মে থেকে ২৭ মে – রবিবার বাদে ১৩ দিন।
  • ইদুজ্জহা ১ লা আগস্ট – ১দিন।
  • জন্মাষ্টমী ১১ আগস্ট – ১ দিন।
  • স্বাধীনতা দিবস ১৫ আগস্ট – ১ দিন।
  • মহরমের ছুটি ৩০ আগস্ট – ১দিন।

তৃতীয় পর্বের ছুটি

  • মহালয়া ১৭ সেপ্টেম্বর -১দিন।
  • গান্ধী জয়ন্তি ২ রা অক্টোবর -১দিন।
  • ১৯ সে অক্টোবর থেকে ১৭ ই নভেম্বর – ২৬ দিন।
  • ছটপুজো ১৯,২০ নভেম্বর – ২ দিন।

    ফতেয়া দোয়াজ দহ ২৭ নভেম্বর -১ দিন।

  • গুরুনানক জন্মদিন ৩০ নভেম্বর -১ দিন।
  • বড়দিন ২৫ শে ডিসেম্বর – ১ দিন।

মোট ছুটির পরিমাণ ৬৫ দিন। স্কুলের হাতে ছুটি আছে – ২ দিন।

১৩ জুলাই কবি ভানুভক্তের জন্মদিনের ছুটি দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার ছাত্র ছাত্রীদের জন্য। এছাড়া বিদ্যাসাগরের জন্মদিন ২৬ শে জানুয়ারি, সর্বপল্লি রাধা কৃষ্ণনের জন্মদিন ৫ সেপ্টেম্বর ও মহাত্মা গান্ধীর জন্মদিন বিদ্যালয় পালনীয়।

Advertisements