WB School Holidays: সেপ্টেম্বরে টানা ৩ দিন ছুটি পাবেন স্কুল পড়ুয়ারা, দেখে নিন পুরো ছুটির তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ প্রতিদিন স্কুল, প্রতিদিন ক্লাস, এসব আর পাঁচটা মানুষের মতো পড়ুয়াদের কাছেও একঘেয়েমি হয়ে দাঁড়ায়। আর এই একঘেয়েমি দূর করতে পড়ুয়াদের প্রত্যেক মাসের রবিবার ছুটি দেওয়া হয়ে থাকে। আবার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের কারণেও স্কুল ছুটি থাকে। ঠিক সেই রকমই সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা একগুচ্ছ ছুটি (WB School Holidays) পেতে চলেছে, এর মধ্যে আবার একটি রয়েছে টানা ৩ দিনের ছুটি।

Advertisements

আগস্ট মাসে স্কুল পড়ুয়ারা স্বাধীনতা দিবস থেকে শুরু করে রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী ইত্যাদি আচার অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকদিন ছুটি পেয়েছে। সেপ্টেম্বর মাসেও এইরকম বেশ কয়েকটি ছুটি রয়েছে। এছাড়াও টানা তিন দিনের ছুটির পরিপ্রেক্ষিতে পড়ুয়ারা তাদের পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে কোন কোন দিন পড়ুয়ারা ছুটি পাবে।

Advertisements

সেপ্টেম্বর মাসে ৫টি রবিবার পড়েছে। সাধারণ ছুটি হিসেবে ওই পাঁচ দিন স্কুল বন্ধ থাকবে। এর পাশাপাশি ৫ সেপ্টেম্বর পড়েছে শিক্ষক দিবস। আনুষ্ঠানিকভাবে ওই দিন স্কুল ছুটি না থাকলেও স্কুলেই শিক্ষক দিবস অনুষ্ঠিত হবে। শিক্ষক দিবসের দিন সাধারণত কোন স্কুলেই শিক্ষকরা পড়াশোনা করান না। বরং তাদের ওই দিন শ্রদ্ধা জানানোর জন্য পড়ুয়াদের তরফ থেকেই নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ক্লাসের দাদারা দিদিরা ছোটদের পড়াশোনার দায়িত্ব নিয়ে থাকে।

Advertisements

আরও পড়ুন : Balaram Basu: গেরুয়া বসনে জল কামানের সামনে দাঁড়িয়ে পুলিশকে চ্যালেঞ্জ, জানুন নবান্ন অভিযানের হিরো ওই বৃদ্ধের আসল পরিচয়

৫ সেপ্টেম্বরের পর ১৬ সেপ্টেম্বর ফতোয়া-দোয়াজ-দাহাম উপলক্ষে স্কুল সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর দিন আবার ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এক্ষেত্রে ১৫ সেপ্টেম্বর রবিবার এবং তারপর পর পর দুদিন ১৬ ও ১৭ সেপ্টেম্বর সোমবার ও মঙ্গলবার স্কুল বন্ধ। স্বাভাবিকভাবেই সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে স্কুল পড়ুয়ারা এবং শিক্ষকরা টানা তিন দিন ছুটি পাবেন। টানা এই তিন দিনের ছুটিতে কাজে লাগিয়ে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করা যেতেই পারে। এক্ষেত্রে দীঘা, মন্দারমনি, বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন জায়গা রয়েছে যেগুলি সহজেই ঘুরতে যেতে পারবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

তবে এই কয়েকটি দিন ছাড়া আর সেপ্টেম্বর মাসে কোন ছুটি নেই স্কুল পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের। অন্যদিকে ২৬ সেপ্টেম্বর ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন স্কুলে পালন করার নির্দেশ রয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের।

Advertisements