নিজস্ব প্রতিবেদন : নতুন করে নম্বর দিতে হবে, এই দাবিতে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সামনে বিক্ষোভ দেখালেন বীরভূমের রামপুরহাটের রামপুরহাট গার্লস হাইস্কুলের ছাত্রী ও অভিভাবকরা। বিক্ষোভরত ছাত্রীদের দাবি, তাদের একাদশ শ্রেণির নম্বর ভুল দেওয়া হয়েছিল। সেই নম্বর পুনরায় দেওয়ার সুযোগ দিতে হবে অর্থাৎ পুনরায় একাদশ শ্রেণির নম্বর দিতে হবে পড়ুয়াদের।
কিন্তু কেন হঠাৎ করে এমন বিক্ষোভ? আসলে চলতি বছর করোনা সংক্রমণের কারণে বাতিল হয়ে গেছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা বাতিল হওয়ার পর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন নিয়ে শিক্ষা সংসদ যে সিদ্ধান্ত নিয়েছে তাতে জানানো হয়েছে, ‘২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার চারটি সর্বোচ্চ নম্বর পাওয়া বিষয়ের ৪০% এবং ২০২০ সালের পরীক্ষার্থী একাদশ শ্রেণির পরীক্ষার ৬০% নম্বর দিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষার মূল্যায়ন করা হবে।’
এই সিদ্ধান্তই গ্যাড়াকলে ফেলেছে ওই স্কুলের ছাত্রীদের, এমনটাই তারা দাবি করেছেন। তাদের দাবি, “আমাদের একাদশ শ্রেণির নম্বর ঠিকঠাকভাবে পাঠানো হয়নি। আমাদের ম্যামরা সেই ভুল স্বীকার করেছেন। আমাদের একাদশ শ্রেণিতে যে নম্বর দেওয়া হয়েছিল সেই নম্বর ভুল ছিল। আমরা নতুনভাবে নম্বর চাই।”
ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ বিক্ষোভরত ওই ছাত্রীদের আশ্বাস দিয়েছেন তাঁরা বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। স্কুল কর্তৃপক্ষ ওই পড়ুয়াদের জানিয়েছেন, প্রয়োজন পড়লে তারা শিক্ষা সংসদের সাথে কথা বলবেন।
পরীক্ষার পুনরায় মূল্যায়ন চাওয়া নিয়ে এই বিক্ষোভের ঘটনা জেলায় তো অবশ্যই রাজ্যেও নজিরবিহীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে প্রশ্ন উঠছে পুনরায় কিভাবে একাদশ শ্রেণির মূল্যায়ন করা যেতে পারে। পাশাপাশি এটাও প্রশ্ন উঠছে যদি ওই স্কুলের ছাত্রীদের অভিযোগ সঠিক হয়ে থাকে তাহলে কেন এমন ভুল করলো স্কুল কর্তৃপক্ষ।