New WB Govt Holiday: টানা ৪ দিন বন্ধ থাকবে স্কুল, সেপ্টেম্বরে নতুন ছুটির ঘোষণা করতেই কপাল খুলল পড়ুয়া-শিক্ষকদের

Madhab Das

Published on:

Advertisements

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সেপ্টেম্বর মাসে নতুন একটি ছুটির ঘোষণা করা হল। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে ওই ছুটির ঘোষণা (New WB Govt Holiday) করা হয়েছে। নতুন একটি ছুটির ঘোষণা করার পরিপ্রেক্ষিতে টানা ৪ দিন বন্ধ থাকবে স্কুল। স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়া থেকে শিক্ষকরা। তবে এই নতুন ছুটি রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে নতুন কিছু সুবিধা দিতে পারবে না।

Advertisements

বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে নতুন এই ছুটির দিনটি ঘোষণা করা হয়েছে। নতুন যে দিনটি ছুটি হিসাবে বেছে নেওয়া হয়েছে তা হলো ১৪ সেপ্টেম্বর। ঐদিন রয়েছে করম পুজো এবং ওই করম পুজো উপলক্ষে ১৪ সেপ্টেম্বর রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করায় রাজ্যের সমস্ত স্কুল কলেজ সহ সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও আধা সরকারি অফিস কাছারি বন্ধ থাকবে।

Advertisements

১৪ সেপ্টেম্বর পড়েছে শনিবার। যে কারণে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা নতুন ছুটি সরকারি কর্মচারীদের বড় অংশকে বাড়তি কোনো সুবিধা দিতে পারবে না। কেননা এমনিতেই রাজ্যের অধিকাংশ অফিস কাছারি শনিবার সাধারণ ছুটির পরিপ্রেক্ষিতে বন্ধ থাকে। তবে যেগুলি বন্ধ থাকত না সেগুলিও ১৪ সেপ্টেম্বর শনিবার বন্ধ থাকবে। এক্ষেত্রে সরকারি কর্মচারীরা টানা তিন দিন ছুটি পাবেন। কেননা ১৬ সেপ্টেম্বরও মিলাদ-উন-নবি উপলক্ষে রয়েছে ছুটি।

Advertisements

আরও পড়ুন: Maldives: গোটা দেশ দেউলিয়া, মুখ বাঁচাতে ষড়যন্ত্র ত্বত্ত আউড়াচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

১৪ সেপ্টেম্বর শনিবার ছুটি ঘোষণার ফলে সবচেয়ে বেশি যাদের সুবিধা বেড়ে গেল তারা হলেন পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা। কেননা ১৪ সেপ্টেম্বর শনিবার করম পুজো উপলক্ষে ছুটি। রবিবার সাধারণ ছুটির পরিপ্রেক্ষিতে বন্ধ থাকবে স্কুল, কলেজ সহ অন্যান্য সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার ১৬ সেপ্টেম্বর মিলাদ-উন-নবি উপলক্ষে ছুটি। আবার মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি। স্বাভাবিকভাবেই টানা চার দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

রাজ্য সরকারের তরফ থেকে করম পুজো উপলক্ষে ছুটি দেওয়া হবে তা ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করার সময়ই জানানো হয়েছিল। তবে সেই ছুটি কোন দিন দেওয়া হবে তা জানানো হয়নি। সেই ছুটির দিনক্ষণ এবার ঘোষণা করল রাজ্য অর্থ দপ্তর। আগেও করম পুজো উপলক্ষে ছুটি মিলতো, তবে তা ছিল সেকশনাল হলিডে অর্থাৎ যারা করম পুজো করতেন তারাই ছুটি পেতেন।

Advertisements