জুলাইতেও খুলবে না স্কুল, এমনই মনে করছেন মুখ্যমন্ত্রী

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত রকম সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সেইমতো পশ্চিমবঙ্গের বন্ধ সমস্ত রকম শিক্ষাপ্রতিষ্ঠান। তবে মনে করা হচ্ছিল জুলাই মাস থেকে হয়তো ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খুলতে পারে। কিন্তু সেটাও সম্ভব নয় বলে মনে করা হচ্ছে করোনাভাইরাসের প্রকোপের কারণে।

Advertisements

Advertisements

আর ঠিক এমনই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুধবার নবান্নে রাজ্যের হাল হকিকত নিয়ে সাংবাদিক বৈঠক চলাকালীন তিনি জানান, “মনে হচ্ছে জুলাই মাসেও স্কুল খোলা যাবে না।” তবে স্কুল খোলা যাবে না এমনটা মনে করলেও তিনি বলেন, উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি সেরে ফেলা হবে জুলাই মাসেই। পাশাপাশি তিনি এদিন বেসরকারি স্কুলগুলির কাছে আবেদন করেন স্কুল ফি না বাড়ানোর জন্য। তিনি জানিয়েছেন, “বেসরকারি স্কুলগুলিকে অনুরোধ করছি, এই বছরটা আর ফিজটা বাড়াবেন না। মানুষের হাতে পয়সা নেই। একদিকে রাগ, অন্যদিকে পেটের টানে নাজেহাল হচ্ছে মানুষ।”

Advertisements

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসের শুরুর দিক থেকেই করোনা সতর্কতা অবলম্বনের জন্য রাজ্যের সরকারি ও বেসরকারি সমস্ত রকম শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ করা হলেও উচ্চমাধ্যমিকের পরীক্ষা চলতে থাকে।তবে অবস্থা বেগতিক হতে শুরু করলে উচ্চমাধ্যমিকে তিনটি পরীক্ষা শেষ হওয়ার আগেই স্থগিত করে দেওয়া হয় পরীক্ষা। পাশাপাশি সরকারি ও বেসরকারি স্কুলগুলি অনলাইন পদ্ধতিতে পড়ুয়াদের শিক্ষাদানে সচেষ্ট হয়। আর এরই মাঝে স্কুল খোলা নিয়ে দেশে নানান খবর ছড়িয়ে পড়ার পর দেশের লক্ষ লক্ষ অভিভাবক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেন এখনই স্কুল না খোলার জন্য।

Advertisements