নিজস্ব প্রতিবেদন : ভ’য়ঙ্কর রূপ নিচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। দেশে প্রতিদিন ধারাবাহিকভাবে আড়াই লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। আর এই বিপুলসংখ্যক মানুষের আক্রান্ত হওয়া করোনাতঙ্ককে ফের একবার জাগিয়ে তুলেছে। আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পুনরায় স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিলো।
জানা যাচ্ছে, সোমবার বিকালে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করবে রাজ্যের শিক্ষা তথ্য। রাজ্য সরকারের তরফ থেকে গরমের ছুটি এগিয়ে এনে আপাতত আগামীকাল থেকে রাজ্যের প্রতিটি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ রাজ্যে নতুন করে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে মঙ্গলবার থেকেই বন্ধ হয়ে যাচ্ছে স্কুল।
সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরও এখন আর স্কুলে আসতে হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, গত বছর দেশে করোনা ছড়িয়ে পড়ার পর থেকেই পশ্চিমবঙ্গের সরকারি স্কুল কলেজ বন্ধ রয়েছে। পরিস্থিতির একটু উন্নতি হওয়ার পর ফেব্রুয়ারি মাসে নবম থেকে দ্বাদশ পর্যন্ত শ্রেণীর পড়ুয়াদের নিয়ে পুনরায় স্কুল খোলা হয়। কিন্তু এর মাত্র তিন মাসের মাথায় পুনরায় করোনা পরিস্থিতি ভ’য়ঙ্কর রূপ নেওয়ায় ফের স্কুলের পঠনপাঠন নিয়ে অশনিসংকেত দেখা দিতে শুরু করেছে।
[aaroporuntag]
বর্তমান পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়েও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ পুনরায় স্কুল খোলার আগে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করে। কিন্তু বর্তমানে দেশের করোনা পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে নির্দিষ্ট সূচি অনুযায়ী এই সকল পরীক্ষারগুলি নেওয়া সম্ভব হবে কিনা তারও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।