TSDPL Scholarship: মাধ্যমিকে থাকতে হবে মাত্র ৫০%, তাহলেই মিলবে ৫০০০০ টাকার স্কলারশিপ

Prosun Kanti Das

Published on:

Advertisements

TSDPL Scholarship: কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বরাবর চেষ্টা করে এসেছে এমন কিছু প্রকল্প আনার যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কোনরকম অসুবিধা না হয়। তারা এই বিষয়ে একাধিক বৃত্তি (Scholarship) প্রকল্প চালু করেছে। শুধুমাত্র রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নয় একাধিক প্রাইভেট কোম্পানি পর্যন্ত পঞ্চমশ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী এমনকি উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের ব্যবস্থা করে। পাশাপাশি বহু এনজিও এর তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। আজকের প্রতিবেদনটি পড়লে এমনই একটি স্কলারশিপ সম্পর্কে অভিজ্ঞতা হবে। ‘টাটা স্টিল ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেড সিলভার জুবলী স্কলারশিপ প্রোগ্রাম’ সম্পর্কে অনেকেই হয়তো জানেন না।

Advertisements

২৫ বছর পূর্তি উপলক্ষে এই স্কলারশিপ (TSDPL Scholarship) প্রদান করছে টাটা স্টিল ডাউন স্ট্রিম প্রোডাক্টস লিমিটেড। কোন ছাত্র-ছাত্রী যাতে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না করে সেই ব্যবস্থাই করেছে এই সংস্থা। এখানে যোগ্য ছাত্রছাত্রীদের ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে। কিভাবে আবেদন করতে হবে এবং কি কি গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন তা আলোচনা করা হবে আজকের এই প্রতিবেদনে।

Advertisements
আবেদন (TSDPL Scholarship) করতে কি কি যোগ্যতা প্রয়োজন?
  • যেকোন জায়গার বাসিন্দারা এই সুযোগ পাবেন না। আবেদনকারীকে অবশ্যই হতে হবে জামশেদপুর, কালিঙ্গানাগার, পান্তনগর, ফরিদাবাদ, পুনে, চেন্নাই, তোডা বা কলকাতার বাসিন্দা।
  • পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই আইটিআই বা ডিপ্লোমা কোর্স নিয়ে কোন স্বীকৃত প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।
  • আবেদনকারী কে মাধ্যমিকের পেতে হবে ৫০ শতাংশ নম্বর।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার নিচে হতে হবে।
  • টাটা ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেড ও বাডি ফর স্টাডি এর কর্মীদের সন্তানেরা কিন্তু এই স্কলারশিপের (TSDPL Scholarship) জন্য আবেদন করতে পারবেন না।
  • শারীরিকভাবে অক্ষম ও অনগ্রসর জাতি বা EWS প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে এই সংস্থা।
কিভাবে করবেন আবেদন?
  1. আবেদনকারীদের অবশ্যই যেতে হবে ‘buddy4study’ ওয়েবসাইটে। যদি প্রথমবারের জন্য ব্যবহার করেন তাহলে অবশ্যই আগে করে নিতে হবে রেজিস্ট্রেশন। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে।
  2. লগ ইন করার পর TSDPL Silver Jubilee Scholarship Program এর উপর ক্লিক করলেই শুরু হয়ে যাবে স্কলারশিপ এর জন্য আবেদন করার প্রক্রিয়া।
  3. ‘Start Application’ বাটনে ক্লিক করলেই আবেদনের ফর্ম খুলে যাবে। তারপর সেটাকে যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে। শেষে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সবটা শুরু থেকে একবার চেকিং করে সাবমিট করে দিতে হবে।

আরও পড়ুন:Ratan TataRatan Tata: কেমন বাড়িতে থাকতে প্রয়াত শিল্পপতি রতন টাটা, কতই বা তার দাম

 

Advertisements
কি কি ডকুমেন্টস লাগবে আসুন জেনে নিই?
  • মাধ্যমিকের রেজাল্ট ও সার্টিফিকেট
  • আধার কার্ড / ভোটার কার্ড / ড্রাইভিং লাইসেন্স
  • আইটিআই বা ডিপ্লোমা কোর্স ভর্তি হওয়ার প্রমাণপত্র
  • পারিবারিক আয়ের শংসাপত্র
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টার ডিটেলস
  • কালার পাসপোর্ট ফটো
আবেদন করার শেষ তারিখ

আবেদন করার শেষ তারিখ ৩০ শে ডিসেম্বর ২০২৪

Advertisements