Electric scooter: এখন যাত্রা হবে আরামদায়ক, ইলেকট্রিক স্কুটারের সিট হবে একেবারে চেয়ারের মতন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Electric scooter: এখন যাত্রা হবে আরামদায়ক, ইলেকট্রিক স্কুটারের সিট হবে একেবারে চেয়ারের মতন। বর্তমানে দুই চাকার গাড়ি ব্যবহারের প্রবণতা অনেকটাই বেড়ে গেছে। লকডাউনের পর থেকে এই চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আর তাই স্বাভাবিকভাবেই বাড়ছে দু চাকার গাড়ির বিক্রি। বাজারে একাধিক নতুন ধরনের দুই চাকার গাড়ি নিয়ে এসেছে বিভিন্ন গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি। তার মধ্যে উল্লেখযোগ্য ভাবে জায়গা করে নিচ্ছে ইলেকট্রিক স্কুটারগুলি। একাধিক ফিচারস যুক্ত এই ইলেকট্রিক স্কুটার এখন সকলের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে।

Advertisements

সম্প্রতি আরো একটি ইলেকট্রিক স্কুটার (Electric scooter) এসেছে বাজারে। বাজারে আসতেই রীতিমতো হইচই ফেলে দিয়েছে। সাধারণত বিভিন্ন স্কুটার প্রস্তুতকারী সংস্থাগুলি নিজেরা স্কুটারের প্রচারের জন্য একাধিক অফার দেন। কিন্তু এখানে কোন অফারের প্রয়োজনই পড়েনি। প্রকাশ্যে আসতেই তাক লেগে গেছে যাত্রীদের। প্রচারের আগেই গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম এই গাড়িটি। কিন্তু কেন? কি এমন বৈশিষ্ট্য রয়েছে এই স্কুটারে?

Advertisements

উত্তরপ্রদেশের রাস্তায় একটি নতুন ধরনের ইলেকট্রিক স্কুটার (Electric scooter চলতে দেখা গেছে। মহিলা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি প্রত্যেকের পক্ষেই এই গাড়ি চালানো সম্ভব। এই ইলেকট্রিক স্কুটারটিতে ব্যালেন্স করার কোন প্রয়োজনই পড়বে না। স্বয়ংক্রিয় ব্যালেন্স প্রযুক্তিযুক্ত এই ইলেকট্রিক স্কুটারটি। এছাড়া রয়েছে এলইডি লাইট, ফাইবার বডি এবং ডিস্ক ব্রেকের সুবিধাও। এছাড়াও রয়েছে একটি স্টোরেজ বক্স। যেখানে যাত্রীরা তাদের প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র অনায়াসে স্টোর করতে পারবেন।

Advertisements

আরও পড়ুন:Honda Electric ScooterHonda Electric Scooter: মার্কেটে কড়া প্রতিযোগিতা করতে শীঘ্রই নামছে নতুন হোন্ডা ইলেকট্রিক স্কুটার

তবে সবথেকে আকর্ষণীয় বিষয় কিন্তু এই স্কুলটারের সিটটি। এই ইলেকট্রিক স্কুটারটির (Electric scooter) সিটগুলি অত্যন্ত আরামদায়ক। এই স্কুটারে একাধিক ব্যক্তি স্বচ্ছন্দে বসতে পারবেন। চালকের সিটটি একদম চেয়ারের মতন সেখানে চালকের পাশে আরো একজন যাত্রী অনায়াসে বসতে পারেন। এবং পিছন দিকে অন্যান্য যাত্রীদের বসার সিটটিও বেশ আরামদায়ক এবং বড় একসাথে একাধিক ব্যক্তি বসতে পারবেন সেখানে। সামনের সিটটিকে প্রয়োজনমতো পিছন দিকে সরিয়ে নেওয়া যেতে পারে। গাড়িটির মডেলটিই গাড়িটির প্রতি আকর্ষণের অন্যতম কারণ হয়ে উঠেছে।

ফুল চার্জ দিলে এই স্কুটারটি ৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। এই ইলেকট্রিক স্কুটারের (Electric scooter) পিছনের সিটটির সাথেই রয়েছে চার্জিং পয়েন্ট। স্কুটারে ব্যবহৃত ব্যাটারিটি এমন ভাবেই তৈরি করা হয়েছে যে অনেকক্ষণ ধরে মোবাইল চার্জ হলেও স্কুটারের গতি বেগে তার কোন প্রভাব পড়বে না। গাড়িটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে মাত্র চার ঘন্টা। দামের দিক থেকেও এই গাড়ি একেবারে সস্তা। গাড়িটির দাম মাত্র ১ লাখ ২০ হাজার টাকা। এখনো পর্যন্ত শুধুমাত্র উত্তরপ্রদেশে দেখা মিললেও খুব শীঘ্রই গোটা ভারতবর্ষ জুড়ে দেখা পাওয়া যাবে এই গাড়ির।

Advertisements