১০ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ট্রেনের রিজার্ভেশনের নিয়ম

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনাকালেই, যখন স্বাভাবিক নয় ট্রেন পরিষেবা ঠিক তখনই ট্রেনের রিজার্ভেশন পদ্ধতিতে রদবদল আনতে চলেছে ভারতীয় রেল। আর এই বদল ঘটবে আগামী ১০ অক্টোবর থেকে। রিজার্ভেশনের ক্ষেত্রে ভারতীয় রেলের তরফ থেকে যে বদল ঘটানো হচ্ছে তাতে যাত্রীরা বিপুল সুবিধা পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, করোনা সংক্রমণের আগে দেশে রেলের টিকিট রিজার্ভেশনের ক্ষেত্রে প্রথম তালিকা প্রকাশ করা হতো ট্রেন ছাড়ার কমপক্ষে ৪ ঘণ্টা আগে। আর দ্বিতীয় চার্ট প্রকাশ করা হতো ট্রেন ছাড়ার ৩০ মিনিট থেকে ৫ মিনিট আগে পর্যন্ত। এই সময়ের মধ্যেই টিকিট বাতিল করাও যেত। যাতে করে রিজার্ভেশনের ক্ষেত্রে ফাঁকা থাকা আসনগুলি যাত্রীরা বুক করতে পারেন। কিন্তু অতিমারীর জেরে এই দ্বিতীয় চার্ট প্রকাশ করার সময় পরিবর্তন করা হয়। অতিমারী চলাকালীন ভারতীয় রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ট্রেন ছাড়ার দু’ঘণ্টা আগে দ্বিতীয় চার্ট প্রকাশ করা হবে।

Advertisements

কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১০ তারিখ থেকে পুনরায় ট্রেন ছাড়ার আধঘন্টা আগে দ্বিতীয় চার্ট প্রকাশ করবে ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। আর এই সুবিধার ফলে আগামী ১০ অক্টোবর থেকে ট্রেন ছাড়ার আধঘন্টা আগে পর্যন্ত অনলাইন (ONLINE) ও পিআরএস (PRS) কাউন্টারের মাধ্যমে দ্বিতীয় চার্ট প্রকাশের আগে আসন রিজার্ভেশন করা যাবে।

রেলের এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই আইআরসিটিসি (IRCTC) সফটওয়্যারে পরিবর্তন আনার কাজ শুরু হয়ে গেছে।

Advertisements