এই সিক্রেট রুটে পুজোর ভিড়েও সহজেই যাওয়া যাবে উত্তরবঙ্গ! না জানলে লস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পাহাড় অর্থাৎ উত্তরবঙ্গ (Uttar Banga) যাওয়ার জন্য বছরের অধিকাংশ সময় মুখিয়ে থাকেন ভ্রমণপিপাসুরা। তবে সব সময় ট্রেনের টিকিট উপলব্ধ না থাকার কারণে সেই স্বপ্নপূরণ হয় না। বিশেষ করে পূজোর সময় উত্তরবঙ্গ যাওয়া মানে রীতিমতো ট্রেনের টিকিট নিয়ে লড়াই করা। ইতিমধ্যেই পূজোর সময় ঘুরতে যাওয়ার টিকিট বুকিং শুরু হতেই হু হু করে বিক্রি হয়ে যাচ্ছে সব সিট।

Advertisements

পূজোর তিন মাস আগে ট্রেনের টিকিট বুকিং শুরু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে হাওড়া, শিয়ালদা সহ অন্যান্য রুট থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনগামী ট্রেনগুলির সিট পূরণ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে, তাও আবার পুজোর সময়। এক সপ্তাহ আগে থেকে টিকিট বুকিং করলেও পৌঁছে যাওয়া যেতে পারে পাহাড়। এর জন্য পর্যটকদের সামনে রয়েছে একটি সিক্রেট রুট। এমনটা দাবি করা হচ্ছে মূলত যাত্রীদের তরফ থেকে।

Advertisements

যাত্রীদের তরফ থেকে যে রুটটির বিষয়ে দাবি করা হচ্ছে সেটিতে সফর করার ক্ষেত্রে টিকিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকলেও ব্রেক জার্নি করতে হবে। অর্থাৎ যাত্রীদের ট্রেন বদলে পৌঁছাতে হবে উত্তরবঙ্গ। যে কারণে উত্তরবঙ্গ যাওয়ার ক্ষেত্রে এই রুটটিতে সিট পাওয়া গেলেও ধকল সইতে হবে। তবে রিজার্ভেশন না পাওয়ার সমস্যা দূর করে পৌঁছানো যাবে পাহাড়।

Advertisements

বর্তমানে পূজোর সময়ের জন্য উত্তরবঙ্গগামী অনেক ট্রেনের সিট ওয়েটিং লিস্টে চলে গেলেও সিক্রেট এই রুটটিতে কিন্তু এখনো অনেক সিট ফাঁকা রয়েছে। কলকাতা থেকে প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ মিনিটে ছাড়ে রাধিকাপুর এক্সপ্রেস। এই ট্রেনটিতে এসি কোচ ছাড়াও রয়েছে স্লিপার ক্লাস। এই ট্রেনটিতে চড়েই আপনাকে যেতে হবে বারসোই জংশন। যেদিন ট্রেনে চড়বেন তার পরদিন ভোর ৫:১৫ মিনিটে বারসোই জংশনে নামবেন।

এরপর এই রেলস্টেশন থেকে অনেক ট্রেন পাওয়া যায় নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য। দুপুর পর্যন্ত অন্ততপক্ষে চারটি ট্রেন রয়েছে। সকাল ছয়টা থেকেই সেই সকল ট্রেনের যাত্রা শুরু হয়। তবে কেউ যদি শিলিগুড়ি যেতে চান তাহলে তাকে সকাল ৮টা ৩২ মিনিটের কামাক্ষা ক্যাপিটেল এক্সপ্রেস ধরতে হবে। একটু কষ্ট হলেও ঘুরপথে এইভাবে পুজোর ভিড় এড়িয়ে উত্তরবঙ্গ যাওয়া যেতে পারে।

Advertisements