NPS Vaatsalya: চলতি বছরের বাজেটে বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। যারা সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তিত তারা এবার থেকে নিজেদের পেনশন অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত করতে পারবেন সন্তানদেরও। এ দিনের বাজেটে এনপিএস বাৎসল্য স্কিমের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রতিবেদনে প্রকল্পটি সম্পর্কে জেনে নেওয়া যাক। এই স্কিমের সুবিধা পেতে গেলে কি করতে হবে গ্রাহকদের?
বাজেটে নতুন প্রকল্প এর (NPS Vaatsalya) মাধ্যমে উপকৃত হবে সাধারণ জনগণ। খুব সহজেই এই প্রকল্পের মাধ্যমে ন্যাশনাল পেনশন সিস্টেম অ্যাকাউন্টে অভিভাবকরা তাদের নাবালক সন্তানদের জন্যও এনপিএস অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন। সন্তানদের ভবিষ্যত নিয়ে এখন নিশ্চিত হতে পারবে বাবা মা।
সরকার জানিয়ে দিয়েছে, এই স্কিমে এখন থেকে অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবে। যখন আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হবে অর্থাৎ ১৮ বছর হবে, তখন বাৎসল্য অ্যাকাউন্ট (NPS Vaatsalya) সাধারণ এনপিএস অ্যাকাউন্টে পরিবর্তিত হয়ে যাবে। এছাড়া প্রাপ্তবয়স্ক হবার পর গ্রাহক চাইলে নন-এনপিএস অ্যাকাউন্টেও পরিবর্তিত করতে পারবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরো বলেছেন যে, সরকারি কর্মীদের এনপিএস নিয়ে বহু প্রশ্ন রয়েছে এবং তা খুব শীঘ্রই মেটানো হবে।
আরো পড়ুন: পোস্ট অফিসের এই স্কিম থাকলে ভুলে যান পেনশনের চিন্তা
এনপিএস কী?
আমাদের অবশ্যই জেনে নিতে হবে এনপিএস কি? ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস (NPS Vaatsalya) হল কেন্দ্রীয় সরকার ও পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথারিটির অধীনে দীর্ঘমেয়াদী পেনশন স্কিম। এই স্কিমে সরকারি, বেসরকারি ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা টাকা জমা রাখতে পারেন। ভবিষ্যতের জন্য আপনি মাসিক বা বার্ষিক টাকা জমা রাখতে পারেন। অবসর গ্রহণের পর আপনি এই ফান্ড থেকে টাকা তুলতে পারবেন এবং বাকি টাকা প্রত্যেক মাসে পেনশন হিসেবে পেয়ে যাবেন।
এই প্রকল্পে করে ছাড় পাওয়া যায়
যদি কোন ব্যক্তি এনপিএস অ্যাকাউন্টে টাকা জমা রাখেন, তাহলে তিনি আয়করে ছাড় পাবেন। আয়কর আইনের ৮০সি ধারার অধীনে ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়।