নিজস্ব প্রতিবেদন : আর মাত্র কয়েক ঘন্টা তার পরই ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরো (ISRO) উৎক্ষেপণ করবে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। দেশ এবং বিশ্বের মানুষ ভারতের এই পদক্ষেপের সাফল্যের দিকেই তাকিয়ে রয়েছেন। কেননা এই অভিযান সফল হলে কেবলমাত্র ভারতের থেকে সুবিধা পাবে এমন নয়, এর পাশাপাশি গোটা বিশ্ব এই অভিযানের সফলতার ফল পাবে। চন্দ্রযান-৩ উৎক্ষেপণ হবে শুক্রবার অর্থাৎ ১৪ জুলাই দুপুর ২:৩৫ মিনিটে।
চন্দ্রযান-৩ সফল হলে ভারত বিশ্বে চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটিতে চন্দ্রযান অবতরণের কৃতিত্ব অর্জন করবে। এর আগে এমন কৃতিত্ব রয়েছে কেবলমাত্র আমেরিকা, রাশিয়া এবং চীনের। সুতরাং এই অভিযান ভারতীয় বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে দুবার ভারত চাঁদের মাটিতে চন্দ্রযান ল্যান্ডিং করানোর প্রচেষ্টা চালালেও সফল হয়নি। চাঁদের মাটিতে চন্দ্রযানের ল্যান্ডিং করানো খুবই চ্যালেঞ্জিং।
চন্দ্রযান-২ যখন উৎক্ষেপণ করা হয়েছিল সেই সময় তার লাইভ টেলিকাস্ট করা হয়েছিল এবং দেশের পাশাপাশি গোটা বিশ্ব সেই লাইভ টেলিকাস্ট দেখতে সক্ষম হয়েছিল। ঠিক সেই রকমই এবারও যখন চন্দ্রযান-৩ উৎক্ষেপণ হতে চলেছে সেই সময়ও লাইভ টেলিকাস্ট করা হবে ইসরোর তরফ থেকে। সরাসরি যারা চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণ দেখতে চান তাদের https://www.youtube.com/live/q2ueCg9bvvQ?feature=share লিংকে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখতে হবে।
চন্দ্রযান-৩ উৎক্ষেপণ সফল হলে অর্থাৎ ল্যান্ডার সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করলে সেখানে শুরু হবে চাঁদের মাটি, ভূকম্পন, চন্দ্রপৃষ্ঠের প্লাজমা পরিবেশ এবং অবতরণ স্থানের আশেপাশে মৌলিক গঠনের তাপপদার্থগত বৈশিষ্ট্য নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা। আর এই সফলতার দিকে তাকিয়েই এখন বিশ্ব।
চন্দ্রযান-৩ উৎক্ষেপনের পর ভেহিকেল মার্ক-৩ (LVM-3) চন্দ্রযানকে পৃথিবী থেকে প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার দূরে নিয়ে যাবে। পৃথিবী থেকে এত দূরে থাকা চাঁদে চন্দ্রযানের অবতরণ করতে সময় লাগতে পারে ৪৫ থেকে ৪৮ দিন। অর্থাৎ ১৪ জুলাই উৎক্ষেপণের পর তা চাঁদের মাটিতে পৌঁছাতে পারে আগস্ট মাসের শেষের দিকে। সম্ভাব্য দিন হিসাবে মনে করা হচ্ছে ২৩ অথবা ২৪ আগস্ট।