Mukesh Ambani : হার মানবে বুর্জ খলিফা! অগাধ রাম ভক্ত মুকেশ আম্বানি যেভাবে সাজালেন অ্যান্টিলিয়া

নিজস্ব প্রতিবেদন : ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন আর রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। এই উৎসবের আমেজে পা মেলাতে দেখা যাচ্ছে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে কোটিপতি শিল্পপতিদেরও। ঠিক সেইটাই প্রমাণিত হলো মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়ার (Mukesh Ambani’s house Antilia) সাজসজ্জা দেখে।

রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দেশের যে সকল সেলিব্রেটি থেকে শুরু করে শিল্পপতিরা আমন্ত্রণপত্র পেয়েছেন তাদের মধ্যে মুকেশ আম্বানি একজন। তিনি এদিনের রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেও সূত্রের খবর। তবে তার আগেই তার বাড়ি যেভাবে সেজে উঠেছে তাতে সেখানে শুরু হয়েছে অকাল দিওয়ালি।

মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়াকে যেভাবে সাজানো হয়েছে তাতে পুরো এই বাড়ি এখন রাম ময় হয়ে দাঁড়িয়েছে। সেই সাজসজ্জার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর সেই ভিডিও দেখে আম্বানি পরিবারের রামভক্তিকে প্রশংসা করা হচ্ছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মুকেশ আম্বানির বাড়ি সাজানো হয়েছে গেরুয়া রঙের আলোয়। তার উপর রয়েছে জ্বলন্ত প্রদীপের ছবি। আর চারদিকে লেখা জয় শ্রীরাম।

আরও পড়ুন 👉 Mukesh Ambani: বড় ঘোষণা মুকেশ আম্বানির, রাম মন্দির উদ্বোধনের দিন এই সুবিধা পাবেন রিলায়েন্স কর্মীরা

এখানেই শেষ নয়, এর পাশাপাশি বাড়ির আশেপাশে যে সকল গাছ রয়েছে সেই সমস্ত গাছে রাম নামের পতাকা লাগানো হয়েছে। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মুকেশ আম্বানি যেভাবে তার বাড়িতে সাজিয়েছেন তাতে অনেকেই বলছেন, রামময় মুকেশ আম্বানির বাড়ির এই সাজসজ্জা হার মানাবে দুবাইয়ের সবচেয়ে উঁচু বাড়ি বুর্জ খলিফাকেও। বলতেই হয়, রাম মন্দির উদ্বোধনের ট্রেন্ডিংয়ের পাশাপাশি মুকেশ আম্বানির অ্যান্টিলিয়াও আজ ট্রেন্ডিংয়ে চলে এসেছে।

কেনই বা আসবে না, কেননা রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মুকেশ আম্বানি কেবলমাত্র নিজের বাড়িকে সাজান নি, এর পাশাপাশি যাতে তার সব কর্মীরাও রাম মন্দির উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারেন তার জন্য সোমবার সব ছুটি দিয়ে দিয়েছেন। টেলিকম থেকে শুরু করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জরুরী বিভাগ ছাড়া বাকি সমস্ত বিভাগের কর্মীরা সোমবার ছুটি পাচ্ছেন।