নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) এখন বিদেশি নির্ভরশীলতা এবং ব্রিটিশ আমলের শৃংখল ত্যাগ করে ধীরে ধীরে আত্মনির্ভর হচ্ছে। ভারতীয় রেলের এইভাবে আত্মনির্ভর হয়ে ওঠা সবচেয়ে বেশি লক্ষ্য করা গিয়েছে শেষ ১০ বছরে। যে সময়ের মধ্যে ভারতীয়রা উপহার পেয়েছেন বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন নতুন ট্রেন। আর এবার পালা বন্দে ভারত মেট্রোর (Vande Bharat Metro)।
বন্দে ভারত এক্সপ্রেসের পর বন্দে ভারত মেট্রো এবং বন্দে ভারত স্লিপার কেমন হবে তা নিয়ে দেশের মানুষদের মধ্যে চরম কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে এবার বন্দে ভারত মেট্রো ট্রেনের ফার্স্ট লুক (Vande Bharat Metro First Look) সামনে এলো। পাশাপাশি এই ট্রেন সম্পর্কে একের পর এক নতুন তথ্য সামনে এসেছে যেগুলি ভারতীয় নাগরিকদের জেনে রাখা অত্যন্ত জরুরি।
দেশের প্রথম বন্দে ভারত মেট্রোর যে ফার্স্ট লুক সামনে এসেছে, সেই ট্রেনটি তৈরি করা হয়েছে পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরিতে। সেখান থেকে একটি বন্দে ভারত মেট্রোর বাইরে বেরোনোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে কারখানার অজস্র কর্মী এবং আধিকারিকরা সবুজ পতাকা দিয়ে ওই ট্রেনকে ট্র্যাকে নামানোর আগে স্বাগত জানানো হচ্ছে। জানা যাচ্ছে বন্দে ভারত মেট্রোর প্রথম ট্রায়াল রান হবে জুলাই মাসে।
আরও পড়ুন ? Sikkim Tour on Vande Bharat Express: বদলে যাবে সিকিম ট্যুরের আনন্দ! চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস
এর আগে একটি ভিডিও দেখা গিয়েছিল যেটিতে বন্দে ভারত মেট্রোর ভিতরের বিভিন্ন অংশ দেখানো হয়েছিল। যে ভিডিওতে দেখা গিয়েছে, বন্দে ভারত মেট্রো ট্রেনে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে যেগুলি অন্যান্য সাধারণ ট্রেনের নেই। বন্দে ভারত মেট্রো ট্রেনের আসন অনেকটা লোকাল ট্রেনের মতো সাজানো হলেও সেগুলি খুব আরামদায়ক। এছাড়াও লোকাল ট্রেনের মতই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য অনেক জায়গা রাখা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতোই বন্দে ভারত মেট্রো সম্পূর্ণ বাতানুকূল এবং এই ট্রেনে রয়েছে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য সুরক্ষা ব্যবস্থা। এছাড়াও রয়েছে অত্যাধুনিক টয়লেট। পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতোই বন্দে ভারত মেট্রোর দরজা অটোমেটিক বন্ধ হওয়া এবং খোলার কাজ করবে।
First Vande Bharat Metro train rolled out from ICF Chennaipic.twitter.com/HkXyraBwDx
— Jeet Banik (@travelingbeats) April 30, 2024
বন্দে ভারত মেট্রো ট্রেনের যাত্রা শুরু হবে মূলত ১২টি কোচ দিয়ে, যদিও পরবর্তীতে কোচের সংখ্যা বাড়িয়ে ১৬ করার পরিকল্পনা রয়েছে রেলের। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় ১৩০ কিলোমিটার। ট্রেনগুলি যাতায়াত করবে এক অথবা একাধিক শহরের মধ্যে। ভারতীয় রেলের পরিকল্পনা অনুযায়ী খুব তাড়াতাড়ি দেশের ১২৪টি শহরকে বন্দে ভারত মেট্রোর মাধ্যমে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।