বিলাসবহুল তাক লাগানো বন্দোবস্ত, ঘুরে দেখুন কলকাতার নতুন অডিটোরিয়াম ধনধান্যের অন্দর মহল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কলকাতার মুকুটে নতুন পালক জুড়লো আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামের (Dhana Dhanya Auditorium)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাবনা থেকেই এমন অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। প্রায় সাড়ে ৬০০ কর্মী দিনরাত পরিশ্রম করে এমন একটি বিশ্বমানের অডিটোরিয়াম হল তৈরি করেছেন। বিশ্বমানের এই অডিটোরিয়াম হল তৈরি করতে খরচ হয়েছে সাড়ে চারশো কোটি টাকা।

Advertisements

কলকাতায় যে নতুন অডিটোরিয়াম হলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটি দেখতে শঙ্খের মতো। দিনের বেলায় এর তুষার শুভ্র রূপ দেখা যাবে আর রাতে দেখা যাবে অজস্র আলোর ছটা। কলকাতার বুকে এমন বিশ্বমানের অডিটোরিয়াম হলের উদ্বোধন হয় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর হাত দিয়ে।

Advertisements

সদ্য উদ্বোধন হওয়া এই অডিটোরিয়ামের নকশা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা থেকেই। এই অডিটোরিয়ামের নির্মাণের দায়িত্ব ছিল পূর্ত দপ্তরের হাতে। মিনি অডিটোরিয়াম থেকে ব্যাঙ্কোয়েট, স্ট্রিট থিয়েটার কর্নার থেকে মাল্টিপারপাস হল, কী না নেই এখানে। মোট ৬ তল বিশিষ্ট এই ধনধান্য অডিটোরিয়াম।

Advertisements

শঙ্খের ভেতরটি পুরোপুরি ভাবে লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে এবং তার উপর রয়েছে বহুমূল্য জিঙ্কের চাদর। জিঙ্ক আনা হয়েছে জাপান থেকে এবং সেখান থেকেই আনা হয়েছে বিশেষ আলো। এই আলোয় ফুটে উঠবে ৩৩ হাজার রং। ২০১৮ সালে এই অডিটোরিয়াম নির্মাণের কাজ শুরু হয়। যদিও করোনাকালের জন্য কাজ কিছুটা থিতিয়ে যায়।

পরবর্তীতে ২০২১ সাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় এই অডিটোরিয়াম নির্মাণের কাজ শুরু করে পূর্ত দপ্তর। এর পরই সেই কাজ পূর্ণতা পায় এবং বৃহস্পতিবার অডিটোরিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অডিটোরিয়ামের নামকরণের ক্ষেত্রে বাংলার ঐতিহ্য দ্বিজেন্দ্রলাল রায়কে মনে রাখতেই এমন নাম দেওয়া হয়েছে।

Advertisements