নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) উপর যেমন প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ নির্ভরশীল ঠিক সেই রকমই রেলের তরফ থেকেও একের পর এক চমক দেওয়া হচ্ছে রেল ট্র্যাকে। চমকের এই তালিকায় প্রথমেই যার নাম আসে সেটি হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই ট্রেনটি বর্তমানে দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।
বন্দে ভারত এক্সপ্রেস যখন প্রথম দেশে চালানো হয় সেই সময় অনেকেই ভাবতে পারেনি এই ট্রেনটি দেশের কোনায় কোনায় ছড়িয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগবে রেল। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির এই ট্রেনটি বর্তমানে ২৫ টি রুটে চালানো হচ্ছে। আগামী দিনে দ্রুত আরও রুট সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি এবার রংয়ের ক্ষেত্রেও চমক এসেছে। আগে যেখানে বন্দে ভারতের রং ছিল নীল সাদা সেই জায়গায় এখন আসতে চলেছে কমলা সাদা রঙের বন্দে ভারত। যাকে অনেকেই বলছেন গেরুয়া বন্দে ভারত।
নতুন রংয়ের এই কোন ভারত কোন রুটে ছুটবে তা সম্পর্কে রেলের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে রেলের তরফ থেকে জানানো না হলেও এরই মধ্যে রেলের তরফ থেকে একটি চমক দেওয়া হয়েছে। আর সেই চমক হল, নতুন রংয়ের এই বন্দে ভারতের অন্দরসজ্জা। নতুন বন্দে ভারতের অন্দরসজ্জা দেখে ইতিমধ্যেই মানুষের উৎসাহ আরও চরমে উঠতে শুরু করেছে।
জানা যাচ্ছে, নতুন রংয়ের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে থাকবে আপগ্রেডেড আসন, তাও আবার রেকলাইনিং অ্যাঙ্গেলের। এছাড়াও থাকবে মোবাইল চার্জ করার জন্য সহজ অ্যাক্সেস। এছাড়াও থাকবে আরও উন্নত টয়লেট এবং রিডিং লাইট। এছাড়াও যাত্রী সুরক্ষা আরও বৃদ্ধি করার জন্য ড্রাইভিং ট্রেলার কোচগুলিতে হুইলচেয়ার সংযুক্ত করার জন্য হুক এবং একটি অ্যান্টি-ক্লাইম্বিং সিস্টেম রাখা হবে বলে জানা যাচ্ছে।
নতুন বন্দে ভারত ট্রেনে কেবলমাত্র রং পরিবর্তন করা হচ্ছে এমন নয়, এর পাশাপাশি আরও একাধিক ক্ষেত্রে যে সকল পরিবর্তন আনা হচ্ছে তাতে যাত্রীদের সফরে আসবে আরও বিভিন্ন পরিবর্তন। এছাড়াও আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত হবে নতুন এই বন্দে ভারত। আর এসবের দিকে তাকিয়ে দেশের সাধারণ যাত্রীরা এখন মুখিয়ে রয়েছেন নতুন বন্দে ভারতে চড়ার জন্য।