নিজস্ব প্রতিবেদন : বিশ্বের চতুর্থ দেশ হিসাবে ভারত এখন চাঁদ জয়ের তকমা পেয়েছে। গত ২৩ আগস্ট চাঁদের মাটিতে সফলভাবে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর ল্যান্ডার বিক্রম (Lander Vikram) অবতরণ করার পর ভারত এমন কৃতিত্ব অর্জন করে। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণের পাশাপাশি ভারত বিশ্বের প্রথম কোন দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল। ইতিহাসের পাতায় এমন রেকর্ড তৈরি করার সৌভাগ্য এর আগে কোন দেশের হয়নি।
চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান (Rover Pragyan) ২৩ আগস্ট চাঁদের মাটিতে পা রাখার পর তাদের যা যা দায়িত্ব ছিল সব সেরে ফেলেছে। এমনকি তারা দুজনে সময়ের আগেই নিজেদের কাজ সেরে ফেলতে সক্ষম হয়েছে। বহু অজানা তথ্য তারা তুলে দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরোর (ISRO) হাতে। এরই মধ্যে চাঁদে রাত নেমে আসায় তাদের ক্লান্তি দূর করতে যেতে হয়েছে নিদ্রায়।
চাঁদের মাটিতে বিক্রম এবং প্রজ্ঞানের ঘুমাতে যাওয়াও বেশ কয়েকদিন হয়ে গেল। এমন অবস্থায় তারা কেমন রয়েছে, তা জানার কৌতুহল বিজ্ঞানীদের পাশাপাশি রয়েছে আপামর ভারতীয়দের। আর সেই কৌতুহল দূর করতে এবার ছবি তুলে পাঠালো চন্দ্রযান ২ এর অরবিটার। চন্দ্রযান-২ এর ল্যান্ডার সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করতে না পারলেও তার অরবিটার এখনো চাঁদের কক্ষপথে রয়েছে এবং সে তার কাজ করে যাচ্ছে।
চন্দ্রযান-২ এর অরবিটার চাঁদের মাটিতে ঘুমন্ত অবস্থায় থাকা ল্যান্ডারের যে ছবিটি তুলে পাঠিয়েছে সেটি ইসরোর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। এই ছবিটি তোলা হয়েছে ৬ সেপ্টেম্বর। যদিও ইসরো একটি সোশ্যাল মিডিয়ায় পরে আপলোড করে। তবে এই ছবিতে চাঁদের মাটিতে ঘুমন্ত অবস্থায় ল্যান্ডার বিক্রমকে সোনালী নক্ষত্রের মতো দেখা গিয়েছে।
Chandrayaan-3 Mission:
Here is an image of the Chandrayaan-3 Lander taken by the Dual-frequency Synthetic Aperture Radar (DFSAR) instrument onboard the Chandrayaan-2 Orbiter on September 6, 2023.More about the instrument: https://t.co/TrQU5V6NOq pic.twitter.com/ofMjCYQeso
— ISRO (@isro) September 9, 2023
চন্দ্রযান-২ এর অরবিটারে রয়েছে ডুয়েল ফ্রিকুয়েন্সি সিন্থেটিক অ্যাপারেচার র্যাডার। এটি হলো একটি অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্র এবং তার মধ্যে যে ক্যামেরার রয়েছে তা পরবর্তী মিশনগুলির ছবি তুলে পাঠাতে সক্ষম। এছাড়াও এটি চার বছরের বেশি সময় ধরে চন্দ্রপৃষ্ঠের বহু ছবি তুলে পাঠিয়েছে। চন্দ্রযান-৩ মিশন সফল করার জন্য চন্দ্রযান-২ এর আরবিটারে থাকা এই ক্যামেরা এবং যন্ত্রের সাহায্য নিয়েছে ইসরো। কোথায় অবতরণ করলে নিরাপদ ইত্যাদি বহু সাহায্য নেওয়া হয়েছে।