নীল সাদা অতীত, এবার আসছে গেরুয়া বন্দে ভারত, চমক দেওয়া লুক, চমক দেওয়া সুবিধা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের হাফ কোটির বেশি মানুষ ভারতীয় রেল (Indian Railways) পরিষেবার ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। ব্যাপক সংখ্যক যাত্রীদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকেও তাদের প্রতিনিয়ত নানান ধরনের সুবিধা দেওয়া হয়। সুবিধার পাশাপাশি নিরাপত্তা এবং অন্যান্য বিষয়গুলির উপরও নজর রাখা হয় সমানভাবে।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে যাত্রীদের এমন সব সুবিধা, নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে দেশের বিভিন্ন রুটে চালাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই ট্রেনটি। ট্রেনটি ১৬ কামরা বিশিষ্ট এবং প্রতিটি কামরা সম্পূর্ণ বাতানুকূল। কামরাগুলিতে ভাগ রয়েছে দুই ধরনের। একটি হলো চেয়ার কার এবং অন্যটি হল এক্সিকিউটিভ চেয়ার কার।

Advertisements

এই মুহূর্তে দেশের ২৫টি রুটে বন্দে ভারত চলাচল করছে। এই যে ২৫টি রুটে ৫০ টি বন্দে ভারত যাতায়াত করছে তার প্রতিটির রং কিন্তু নীল সাদা। তবে এবার সেই নীল সাদা রংয়ের পরিবর্তে আসতে চলেছে গেরুয়া রঙের নতুন বন্দে ভারত। নতুন যে বন্দে ভারত আসছে সেটিতে নীল সাদা রংয়ের পরিবর্তে থাকবে গেরুয়া সাদা রং। নতুন রঙের বন্দে ভারত এই মুহূর্তে তৈরি হচ্ছে চেন্নাইয়ের আইসিএফ কারখানাতে। সেখানকারই ছবি শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Advertisements

নীল সাদা রঙের পরিবর্তে গেরুয়া সাদা রংয়ের যে বন্দে ভারত তৈরি হচ্ছে সেটিতে অনেকটা আগের বন্দে ভারতের মতোই কিছু কিছু ক্ষেত্রে রংয়ের পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তন আনার ফলে নীল সাদা রংয়ের বন্দে ভারতের একঘেয়েমি দূর হবে বলেই মনে করা হচ্ছে। যদিও রঙে পরিবর্তন আনা হলেও পরিকাঠামো গত দিক দিয়ে নতুন এই বন্দে ভারতে সবকিছু আগের মতোই থাকবে বলে জানা যাচ্ছে।

এর পাশাপাশি রেলমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে, খুব তাড়াতাড়ি দেশের বিভিন্ন ট্র্যাকে বন্দে ভারত স্লিপার্স ছুটতে পারে। এই সকল বন্দে ভারতে স্লিপার কোচ থাকবে। মনে করা হচ্ছে নতুন যে সকল স্লিপারস বন্দে ভারত দেশের বিভিন্ন ট্র্যাকে ছুটবে সেগুলির রং হতে পারে নতুন রঙের বন্দে ভারত।

Advertisements