নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ দশকের পর দশক অপেক্ষার পর গত সোমবার উদ্বোধন হয় অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir)। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয় রামলালার (Ramlalla)। রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও মন্দিরের উদ্বোধন ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে উৎসব।
গত সোমবার দেশের কোনায় কোনায় সনাতন ধর্মাবলম্বীদের রীতিমতো উৎসবের মেতে উঠতে দেখা যায়। এমন কোন জায়গা নেই যেখানে এমন উৎসবের মেজাজ ছিল না বললেই চলে। কৃষ্ণ শিলা দিয়ে তৈরি ৫১ ইঞ্চির রামলালার শিশু মূর্তি একেবারেই মুগ্ধ করেছে সকলকে। তবে এসবের মধ্যেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর সেই ভিডিও দেখে সবাই তো অবাক।
প্রাণ প্রতিষ্ঠার দিন থেকেই রামলালার মূর্তি দেখার জন্য মুখিয়ে ছিলেন দেশের মানুষ। টেলিভিশনের পর্দায় সরাসরি রামলালার প্রাণ প্রতিষ্ঠার ভিডিও দেখানো হয়। এখানে দেখা যায় প্রাণ প্রতিষ্ঠা দিন রামলালা হলুদ রংয়ের বেনারসি ধুতি পরেছিলেন। গায়ে ছিল লাল পট্টবস্ত্র। রামলালার মূর্তির মাথা থেকে পা পর্যন্ত সোনা, রুপো, হীরে, পান্নার ইত্যাদির মতো ধাতু ও গ্রহ রত্ন দিয়ে অলংকারে সাজানো হয়। রামলালার কপালে রয়েছে হিরে ও চুনি খচিত তিলক।
আরও পড়ুন ? Ram Mandir Darshan Time Changed: বদলে গেল রামলালা দর্শনের সময়! সুবিধা পাবেন ভক্তরা
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, রামলালার মুখে মৃদু হাসি আর পড়ছে চোখের পলক। তিনি এদিক-ওদিক তাকিয়ে দেখছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর বহু মানুষের মধ্যে বাড়তে শুরু করে কৌতুহল। অনেকে ভাবতে শুরু করেন সত্যিই কি রামলালা এভাবে হাসছিলেন বা তাকাচ্ছিলেন? অনেকে আবার ভাবতে শুরু করেন কিভাবে এমন ঘটনা ক্যামেরাবন্দি হল?
Now who did this? ?? #Ram #RamMandir #RamMandirPranPrathistha #RamLallaVirajman #AyodhaRamMandir #Ayodha pic.twitter.com/2tOdav7GD6
— happymi (@happymi_) January 22, 2024
আসলে এই ভিডিও দেখে যাদের মধ্যে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে তাদের জেনে রাখা দরকার, এই ভিডিও আসল নয়। আসলে এই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তাকে (Ramlalla AI Video) ব্যবহার করে কেউ তৈরি করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই ভিডিও তৈরি করার পর সেটিকে তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে।