Lakshmir Bhandar Allowance Increased: লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধির পর কারা কত পাবেন, দেখে নিন হিসেব-নিকেশ

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ হয় বৃহস্পতিবার। লক্ষ্মীবারে পেশ হওয়ার এই বাজেটে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়ে বড় ঘোষণা করতে দেখা যায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। চন্দ্রিমা ভট্টাচার্য এদিন লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar Allowance Increased) পাশাপাশি আরও একাধিক প্রকল্পের ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেন।

লোকসভা ভোটের আগে মানুষের হাতে আরও বেশি টাকা পৌঁছে দিয়ে দলে ভোট টানার জন্য এর থেকে বড় ঘোষণা আর কিছু হতে পারে না বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এদিন লক্ষীর ভান্ডার প্রকল্প ছাড়াও কন্যাশ্রী সহ অন্যান্য যে সকল সরকারি প্রকল্প রয়েছে সেই সব সরকারি প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে।

এদিন রাজ্যের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণা করার পর সব হিসেব-নিকেশ একেবারে অন্য রকম হয়ে গিয়েছে। গত বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Bandopadhyay) ঘোষণা করেছিলেন, রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হবে।

আরও পড়ুন 👉 Lakshmir Bhandar: বাপ বাপ বলে অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! শুধু করতে হবে একটি কাজ

মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই চালু হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই মুহূর্তে রাজ্য সরকারের এই প্রকল্পে ২ কোটির বেশি মহিলারা রয়েছেন। এই সমস্ত মহিলাদের প্রতি মাসে টাকা দেওয়া হয়ে থাকে। এখন আগে যা টাকা পাওয়া যেত তার থেকেও বেশি টাকা পাওয়া যাবে। সাধারণ শ্রেণীর মহিলাদের প্রাপ্ত টাকার পরিমাণ দ্বিগুণ হল এদিন রাজ্য অর্থমন্ত্রীর ঘোষণার পর।

রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঘোষণার পর এবার থেকে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ৫০০ টাকার পরিবর্তে পাবেন ১০০০ টাকা। অন্যদিকে যারা তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলা রয়েছেন তারা আগে পেতেন ১০০০ টাকা, এখন তারা প্রতি মাসে পাবেন ১২০০ টাকা। যদিও নতুন এই ঘোষণা অনুযায়ী বর্ধিত টাকা কবে থেকে পাওয়া যাবে তা এখনো জানানো হয়নি।