Sehwag-Aarti: দুই দশকের সম্পর্কে ইতি টানতে চলেছেন শেহওয়াগ-আরতি? নেপথ্যে কারণ কি?

Prosun Kanti Das

Published on:

Advertisements

Sehwag-Aarti: ইদানিং সময়ে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের জগৎ নয়। বিনোদনের পাশাপাশি খবরা-খবরের ভান্ডার হয়ে উঠেছে সমাজ মাধ্যম। যেখানে উঠে আসে পৃথিবীর কোণার কোণার খবর। বাদ যায় না রুপালি পর্দার সেলিব্রেটিরা। তেমনি নেটদুনিয়ায় প্রকাশ্যে এলো বীরেন্দ্র শেহওয়াগ এবং আরতির ডিভোর্সের কথা। যা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কি কারণ এই বিচ্ছেদের? এ নিয়ে কি মন্তব্য করলেন শেহওয়াগ-আরতি?

Advertisements

ক্রিকেট জগতের অন্যতম তারকা বীরেন্দ্র শেহওয়াগ। যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০১৫ সালে। অবসর গ্রহণ করলেও আত্মার সাথে যুক্ত ক্রিকেটকে ছাড়তে পারেননি তিনি। কোচিং করানো, ধারাভাষ্য দেওয়া প্রভৃতিতে তাকে নানা ভূমিকায় দেখা গিয়েছে। তবে খেলা নিয়ে বহুবার পর্দার সামনে এলেও পারিবারিক বা দাম্পত্য সম্পর্ককে তিনি সবসময়ই গোপনে রেখেছেন। তবে সাম্প্রতি তাদের সেই গোপনে কাটানো সম্পর্কের ফাটলের কথা উঠে এল নেটদুনিয়ায়।

Advertisements

গোপন সূত্রে খবর, বহুদিন ধরে আলাদা থাকছেন বীরেন্দ্র শেহওয়াগ এবং তাঁর স্ত্রী আরতি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে এক অবাক করা দৃশ্য। আর তা থেকেই জোর জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে দেখা গিয়েছে শেহওয়াগ এবং আরতি (Sehwag-Aarti) দুজন পরস্পরকে আনফলো করেছেন। আর এই দেখেই চরম আলোচনা শুরু হয়েছে ২ দশকের সম্পর্কের ইতি টানতে চলেছেন শেহওয়াগ-আরতি।

Advertisements

আরও পড়ুন:Rinku Singh and Priya SarojPriya Saroj: প্রিয়া সরোজকে বিয়ে করতে চলেছেন রিঙ্কু সিং, কী তার পরিচয়

শুধু তাই না, তাঁদের ডিভোর্সের পিছনে আরো বিশেষ কিছু বিষয় লক্ষ্য করেছে নেটজনতা। যা দেখে জল্পনা আরো গভীর হয়েছে। বেশ কিছুদিন আগেই বিশ্ব নাগাক্ষি মন্দিরে যান বীরেন্দ্র। সেই সমস্ত ক্যামেরাবন্দী মুহূর্ত ভক্তদের সাথে শেয়ার করে নেন ক্রিকেটার। যেখানে দেখা যায়নি শেহওয়াগ স্ত্রী আরতিকে। যা দেখে জোরালো হয়েছে নেটজনতার গুঞ্জন। অন্যদিকে আগের বছর দিওয়ালি উৎসবে বীরেন্দ্র শেহওয়াগকে বেশ আনন্দ উৎসবে মেতে উঠতে দেখা গিয়েছিল। সাথে ছিল তাঁর দুই পুত্র সন্তান ও মা। কিন্তু সেখানেও অদৃশ্য ছিল আরতি। ফলে ক্রমশ গুঞ্জন বাড়ছে তাহলে কি শেহওয়াগ-আরতির ২০ বছরের সম্পর্কে ফাটল? তারা কি ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন? এই নিয়েই চলছে জোর আলোচনা।

প্রসঙ্গত, ২০০০ সাল থেকে প্রেমালাপ হয় বীরেন্দ্র এবং তাঁর স্ত্রী আরতির সাথে। ৪ বছর ধরে তাঁদের দুজনের (Sehwag-Aarti) মধ্যে সম্পর্ক বেশ গভীর হয়। তারপর ৪ বছরের মাথায় জেটলির বাসভবনে গাঁটছড়া বাঁধেন শেহওয়াগ-আরতি। তবে সাম্প্রতিক দৃশ্য দেখে নেটজনতার প্রশ্ন তাহলে সেই সম্পর্কে কি এবার দাড়ি টানতে চলেছেন? তবে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চললেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ এবং তাঁর স্ত্রী আরতি।

Advertisements