বদলে গেল তারাপীঠে তারা মায়ের পুজো দেওয়ার নিয়ম! এবার আর করা যাবেনা এই কাজ

নিজস্ব প্রতিবেদন : সনাতন ধর্মাবলম্বীদের কাছে রাজ্যের অন্যতম শক্তিপীঠ হিসেবে বিবেচিত হয়ে থাকে বীরভূমের তারাপীঠ (Tarapith)। এখানে প্রায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা তারামায়ের (Tara Maa) পুজো দিতে আসেন। তারা মায়ের পুজো দিতে আসার ক্ষেত্রে পুন্যার্থীদের বিভিন্ন নিয়ম মেনে চলতে হয়। তবে এরই মধ্যে এবার একটি নিয়মে পরিবর্তন আনার ঘোষণা করে দিল তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। এই ঘোষণার পর আর পূন্যার্থীরা একটি কাজ করতে পারবেন না।

তারাপীঠে আগত পুণ্যার্থীদের তারা মায়ের পুজো দেওয়ার পাশাপাশি লক্ষ্য করলে দেখা যাবে, অনেক পুণ্যার্থী রয়েছেন যারা তারা মায়ের পুজো দেওয়ার পাশাপাশি ছবি তুলতে ব্যস্ত থাকেন। গর্ভগৃহে প্রবেশ করার পর তারা ছবি তোলেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে আপলোড করে থাকেন। তারা মায়ের গর্ভগৃহে প্রবেশ করে ছবি তোলার ক্ষেত্রে অন্যান্য পুণ্যার্থীদের অনেক সমস্যা হয়। এই বিষয়টির উপর নজর রেখে আর তারাপীঠে তারা মায়ের গর্ভগৃহে ঢুকে ছবি তোলা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

কবে থেকে এই নির্দেশিকা জারি হচ্ছে সেই নিয়ে মন্দির কমিটির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সোমবার অর্থাৎ ১৮ ডিসেম্বর থেকে তারাপীঠে তারা মায়ের পুজো দিতে আসা পুণ্যার্থীদের এই নিয়মটি মেনে চলতে হবে। এর ফলে আর তারা মায়ের পুজো দিতে আসা ভক্তরা পুজো দেওয়ার সময় অথবা অঞ্জলি দেওয়ার সময় মায়ের সঙ্গে ছবি অথবা সেলফি তুলতে পারবেন না।

আরও পড়ুন 👉 নতুন করে শুরু! তারাপীঠে তারা মায়ের আশীর্বাদ নিতে টলি সুন্দরী শ্রাবন্তী

মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তা কেবলমাত্র পুণ্যার্থীদের জন্য নয়, এই নির্দেশিকা প্রত্যেকের জন্য অর্থাৎ মন্দিরের সেবায়েত অথবা সহকারি পূজারীদের জন্যও। এবার এই নিয়ম কার্যকর হয়ে যাওয়ার পর থেকে আর কেউই তারা মায়ের গর্ভগৃহে স্মার্টফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। ছবি তুলতে তুলতে কোন পুণ্যার্থী মন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন না।

এই নির্দেশিকার বিষয়ে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, দিন দিন মন্দির চত্বরে বাড়ছে ভক্তদের ভিড়। এমন পরিস্থিতিতে যেন কোন ভক্তর অসুবিধা না হয় তার জন্য বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। যেন কোন ভক্ত লাইনে দাঁড়িয়ে অসুবিধা সম্মুখীন না হন তার জন্য এই সব নিয়ম জারি করা হয়েছে। গর্ভগৃহে প্রবেশ করে মায়ের পুজো দেওয়ার পরই সঙ্গে সঙ্গে ভক্তদের বেরিয়ে যেতে হবে, ছবি তোলা বা এই ধরনের কোন কাজের জন্য এক দন্ড বিলম্বিত করা যাবে না। এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মূলত সমস্ত ভক্তদের কথা মাথায় রেখে।