হাতে আসতেই দুর্দান্ত অফার টাটার, এয়ার ইন্ডিয়ার টিকিট মিলবে অর্ধেক দামে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ৬৯ বছর পর ফের টাটার হাতে এসেছে এয়ার ইন্ডিয়ার মালিকানা। দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীনে থাকার পর মহারাজা পুনরায় ঘরে ফিরতেই একের পর এক পদক্ষেপ গ্রহণ করতে দেখা গিয়েছে টাটাকে। এই সকল সুযোগ সুবিধার মধ্যে অবশ্যই রয়েছে যাত্রী সুরক্ষা, যাত্রী স্বাচ্ছন্দ এবং নানান ধরনের অফার। এইসকল অফারের তালিকাতেই এবার সংযুক্ত হলো অর্ধেক দামে টিকিট।

Advertisements

এয়ার ইন্ডিয়ার মালিকানা নিজেদের হাতে আসার পর সম্প্রতি টাটার তরফ থেকে এই অফার দেওয়া হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য। ভারতে বসবাসকারী প্রতিটি প্রবীণ নাগরিক এই অফারের সুযোগ পেতে পারেন। এই প্রবীণ নাগরিকরা ভারত ভূখণ্ডের মধ্যে যেকোনো জায়গা থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে চড়লেই এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।

Advertisements

অফারের ক্ষেত্রে যে সকল শর্ত রাখা হয়েছে, তার মধ্যে একটি হলো ঘরোয়া উড়ানের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা এই সুবিধা পাবেন। অর্থাৎ ভারত ভূখণ্ডের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে। টিকিটের উপর ৫০% ছাড় পেতে হলে অবশ্যই তাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে।

Advertisements

এয়ার ইন্ডিয়ার বিমানে উড়ানের ক্ষেত্রে যে সমস্ত প্রবীণ নাগরিকরা এই অফার নিতে চান তাদের বয়স যাত্রার দিন অবশ্যই ৬০ বছর বা তার বেশি হতে হবে। প্রমানপত্র হিসাবে লাগবে সরকার স্বীকৃত যে কোন একটি ফটো আইডি। যেমন ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এয়ার ইন্ডিয়া দ্বারা ইস্যু করা সিনিয়র সিটিজেন আইডি কার্ড।

এয়ার ইন্ডিয়ার বিমানে উড়ানের ক্ষেত্রে এই ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে ইকোনমি কেবিনে বেসিক ভাড়ার উপর। পাশাপাশি এমন ছাড় পেতে হলে যাত্রীকে তার টিকিট বুকিং করতে হবে অন্ততপক্ষে যাত্রার তিন দিন আগে।

Advertisements