Anushka Sarkar UPSC: চার চারবার ফেল! চেষ্টা ছাড়েন নি, শেষমেষ UPSC-তে র‍্যাঙ্ক করে বাংলার নাম উজ্জ্বল করলেন শ্রীরামপুরের তরুণী

Prosun Kanti Das

Published on:

Advertisements

Serampore girl Anushka Sarkar ranked in UPSC in fourth attempt: স্বপ্ন পূরণের পথে ব্যর্থতা এসেছে বারবার। কিন্তু হাল ছেড়ে দেননি শ্রীরামপুরের এই তরুণী। ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম ইউপিএসসি ক্র্যাক করলেন তিনি। তিনবার ব্যর্থতার সম্মুখীন হয়েও, চার বারের বার সফলতা পেলেন তিনি। যতবার ব্যর্থতা এসেছে, হতাশ হয়েছেন কিন্তু হাল ছেড়ে দেননি। আবার নতুন করে লড়াইয়ে নেমেছেন। ২০২০ সালে থেকে চেষ্টা করছেন ইউপিএসসি ক্র্যাক করে নিজেকে প্রতিষ্ঠিত করার। কঠোর পরিশ্রমের মধ্যে শেষমেষ সেই উদ্দেশ্য সফল হলো তাঁর।

Advertisements

কথা হচ্ছে হুগলি শ্রীরামপুরের মেয়ে অনুষ্কা সরকারকে (Anushka Sarkar UPSC) নিয়ে। তিনি তাঁর প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল থেকে। এরপর স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন লেডি ব্যাব্রন কলেজ থেকে। স্নাতক উত্তীর্ণ হবার পর, স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের জন্য তিনি ভর্তি হন এনআইটি উড়িষ্যায়। স্নাতকোত্তর পড়াশোনা চলাকালীন সময়ে প্রথমবার ইউপিএসসির নাম শোনেন অনুষ্কা। উত্তরপ্রদেশের এক সহপাঠী তাঁকে এই পরীক্ষা সম্পর্কে জানায়।

Advertisements

প্রথমবার তেমন কোন প্রস্তুতি ছাড়াই পরীক্ষায় বসে যান তিনি। খুব স্বাভাবিকভাবে ব্যর্থতা আসে। ভেঙে পড়েননি বরং প্রস্তুতি নিতে শুরু করেন। তিনি স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে, ভর্তি হন রাজ্য সরকার অনুমোদিত সত্যেন্দ্রনাথ সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে। শুরু করেন ইউপিএসসির জন্য প্রস্তুতি নেওয়া। স্টাডি সেন্টারের পড়াশোনার পাশাপাশি, হোস্টেলেও কঠোর পরিশ্রম করতে থাকেন ইউপিএসসি উত্তীর্ণ হবার জন্য। তারপরও ব্যর্থতা এসেছে, কিন্তু হতাশ হয়ে হাল ছেড়ে দেননি। যতবার ব্যর্থতা এসেছে, ততবার আবার নতুন করে লড়াই শুরু করেছেন। শেষমেষ ইউপিএসসি পরীক্ষায় ৪২৬ র‍্যাঙ্ক করে সফলতা পেলেন শ্রীরামপুরের অনুষ্কা (Anushka Sarkar UPSC)। এখন অপেক্ষা জব অ্যালোকেশনের।

Advertisements

আরও পড়ুন ? IAS Himanshu Gupta: চাওয়ালার ছেলে IAS অফিসার! বিনা প্রশিক্ষণে UPSC ক্র্যাক করা হিমাংশুর লড়াই অনুপ্রেরণা দেবে আপনাকেও

তবে তিনি অবশ্য শুধুই ইউপিএসসির জন্য থেমে থাকেননি। ইতিমধ্যে তিনি পাবলিক পলিসি এবং সোশ্যাল পলিসি সংক্রান্ত বিষয়ে মাস্টার্স করার জন্য এপ্লাই করেছিলেন বেশ কিছু ইউনিভার্সিটিতে। লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স, কেমব্রিজ এবং অক্সফোর্ড থেকে পড়ার অফারও পেয়েছেন তিনি। স্কলারশিপ এবং এক বছর পর চাকরির সুযোগ পাওয়া গেলে, তিনি পাড়ি দেবেন বিদেশে। তবে সেই সুযোগ যদি না পান তাহলে দেশের জন্য কাজ শুরু করে দেওয়াই শ্রেয় বলে মনে করছেন অনুষ্কা (Anushka Sarkar UPSC)।

অনুষ্কা (Anushka Sarkar UPSC) জানিয়েছেন, প্রথম তিনবার মেন পরীক্ষা তো অনেক দূরের কথা প্রিলি এক্সামেও পাস করতে পারেননি তিনি। বারবার ব্যর্থতা এসেছে, কিন্তু তার মানে যে হতাশ হয়ে হাল ছেড়ে দিতে হবে এমন কোন মানে নেই। বরং পরিশ্রম করে যেতে হবে স্বপ্ন পূরণের জন্য। চারবারের চেষ্টায় সফলতা পেয়েছেন তিনি নিজে। তিনি আরো বলেন, যত বার ব্যর্থ হয়েছেন কান্নায় ভেঙে পড়েছেন। কিন্তু নতুন করে লড়াই করার অনুপ্রেরণা পেয়েছেন ব্যর্থতার মধ্যে থেকেই। ব্যর্থতা মানে সব কিছু শেষ ভেবে নেওয়া নয়।

Advertisements