Heatwave Red Alert in South Bengal: দক্ষিণবঙ্গের ৬ জেলায় তীব্র তাপপ্রবাহ, জারি হল রেড অ্যালার্ট, মানতে হবে এইসব সর্তকতা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শনিবার যা ছিল তার থেকেও খারাপ অবস্থা হতে চলেছে রবিবার। শনিবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে এমনটাই জানানো হলো। আবহাওয়া সংক্রান্ত এমন আপডেট দেওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের ৬ জেলার জন্য রেড অ্যালার্ট (Heatwave Red Alert in South Bengal) জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি হাওয়া অফিস।

Advertisements

হাওয়া অফিস সূত্রে যা জানা যাচ্ছে তাতে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। কোন কোন জেলায় তীব্র তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। আর এই পরিস্থিতিতে সতর্ক ভাবেই বাড়ি থেকে বাইরে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Advertisements

পরিস্থিতির কথা মাথায় রেখে সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত যতটা সম্ভব বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অগত্যা বাড়ি থেকে বের হতে হলেও খুব কম সময়ের মধ্যে কাজ সেরে ফিরতে হবে। এছাড়াও বাইরে বের হলে হালকা জামাকাপড় পরতে হবে। পাশাপাশি মাথায় যাতে সরাসরি রোদ না পায় তার জন্য টুপি, ছাতা ইত্যাদি ব্যবহার করতে হবে। জল পিপাসা না পেলেও ঘনঘন জল পান করতে হবে।

Advertisements

আরও পড়ুন ? Sujata Mondal Marriage Plan: আসছে বহু প্রস্তাব! দ্বিতীয় বিয়ে নিয়ে জল্পনা! কী ভাবছেন সুজাতা

রবিবার দক্ষিণবঙ্গের যে সকল জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেই সকল জেলাগুলি হল বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। যে সকল জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেই সকল জেলাগুলিতে আগামী রবিবার তীব্র তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে যেখানে যেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে সেই সকল জেলায় তাপপ্রবাহের সর্তকতা রয়েছে।

রবিবারের পাশাপাশি সোমবার থেকে বুধবার পর্যন্তও একই রকম পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমানে। রবিবার থেকে বুধবার পর্যন্ত ওই সকল জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ওই কয়েকদিন এই সকল জেলায় তীব্র তাপপ্রবাহ না বইলেও তাপপ্রবাহ এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।

Advertisements