নিজস্ব প্রতিবেদন : দিনের পর দিন ভারতে বেড়ে চলেছে করোনা ভাইরাস সংক্রামিত ব্যক্তিদের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। আর ক্রমবর্ধমান এই পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্র সরকারের কাছে। আর এরই মাঝে সূত্র মারফত জানা যায় সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দেশের ৪২ টি জায়গাকে হটস্পট বলে চিহ্নিত করে। আর এরপর মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের ৭ টি জায়গাকে হটস্পট হিসাবে ঘোষণা করা হয়।
রাজ্যের ৭ টি হটস্পট জায়গা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিক বৈঠকে। পাশাপাশি তিনি জানান, রাজ্যের এই ৭ টি জায়গায় করোনা মোকাবিলা নিয়ে আলাদা গুরুত্ব দেবে রাজ্য সরকার। এদিনের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন করোনা মোকাবিলায় রাজ্যের ভূমিকা নিয়ে। তিনি জানান, এখনো পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে পাঁচজনের। গতকাল পর্যন্ত যে সংখ্যাটা ছিল তিন। এছাড়াও করোনাভাইরাস ঠেকাতে রাজ্য সরকার কি কি ভূমিকা নিচ্ছে তাও বিস্তারিত জানান তিনি।
তাহলে রাজ্যের কোন ৭ জায়গাকে হটস্পট হিসাবে চিহ্নিত করলো রাজ্য সরকার?
রাজ্যের কোন কোন জায়গা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের নাম আলাদা করে ঘোষণা করতে চাননি মুখ্যমন্ত্রী। তার মতে এর ফলে সাধারণ মানুষের মধ্যে ত্রাসের সৃষ্টি হবে। এই সকল জায়গাগুলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে রাজ্য সরকার।
অন্যদিকে এদিন অর্থনৈতিক লেনদেনকে চাঙ্গা করতে বিড়ি শ্রমিক, ফুল ব্যবসায়ী, পান ব্যবসায়ী ও কিষাণ মান্ডির ক্ষেত্রে ছাড় দিলেও আশঙ্কা ঘনীভূত হচ্ছে কলকাতা ২ ফুটপাতবাসীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায়। যা নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে উঠেছে স্বাস্থ্য দপ্তর। কিভাবে তাদের শরীরে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ল তা ভাবাচ্ছে স্বাস্থ্য দপ্তরকে।