নিজস্ব প্রতিবেদন : ভারতে যেদিন নোট বন্দি হয় অর্থাৎ ২০১৬ সালের ৮ নভেম্বর, সেদিন থেকেই আর্থিক লেনদেনে আমূল পরিবর্তন আসতে শুরু করে। সেই সময় দেশে চালু হয় নতুন ৫০০ টাকার নোট এবং চালু হয় ২০০ ও ২০০০ টাকার নোট। এই সকল নতুন নোটের প্রচলন চালু হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে ডিজিটাল লেনদেন।
ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে UPI। কিউআর কোড স্ক্যান অথবা ইউপিআই আইডি বা ফোন নম্বর ব্যবহার করেই এক ক্লিকে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হওয়া শুরু হয়। সহজ এবং দ্রুত টাকা ট্রান্সফার হওয়ার এই ব্যবস্থা দিন দিন দেশে জনপ্রিয়তা পেতে শুরু করায় বিপুলসংখ্যক মানুষ ইউপিআই ব্যবহার করতে শুরু করেন। এবার এই ইউপিআই ব্যবহারকারীদের জন্য দারুণ একটি সুখবর এসে পৌঁছালো।
PhonePe, GPay সহ UPI আইডি, যা ভারতে ব্যবহৃত হয়, সেই ইউপিআই আইডিকে স্বীকৃতি দিল ইউরোপ এবং এশিয়ার সাতটি দেশ। এই সকল দেশের তালিকায় যেমন রয়েছে পশ্চিমের বিভিন্ন দেশ, ঠিক তেমনি আবার রয়েছে এশিয়ার বিভিন্ন দেশ। ইউরোপ, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, সংযুক্ত আরব আমির শাহী, ফ্রান্স, ওমানের মত দেশ।
ভারতীয় ইউপিআইকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি স্বীকৃতি দেওয়া হয়েছে রুপে কার্ডকেও। এই স্বীকৃতি দেওয়ার ফলে ভারত ছাড়াও এই সকল দেশেও ইউপিআই এবং রুপে কার্ড ব্যবহার করে আর্থিক লেনদেন করা যাবে। বিদেশে ভারতের ইউপিআই আইডি এবং রুপে কার্ডের স্বীকৃতি প্রথম দেওয়া হয় ২০২০ সালে সিঙ্গাপুরে।
সিঙ্গাপুরে এই স্বীকৃতি দেওয়ার এক বছরের মধ্যেই স্বীকৃতি মেলে ভুটানে। ২০২২ সালে এই তালিকায় সংযুক্ত হয় নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি। পরে আবার আনুষ্ঠানিকভাবে ফ্রান্সেও তা চালু হয়। এই তালিকায় এবার সপ্তম দেশ হিসাবে নাম উঠলো ওমানের।