নিজস্ব প্রতিবেদন : দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশে বিজেপি সরকার গঠন করা আক্ষরিক অর্থে নজিরবিহীন। পাশাপাশি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে জয়লাভ করার পরিপ্রেক্ষিতে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের ক্ষেত্রে করে ফেললেন এই ৭টি রেকর্ড।
১) গত ৭০ বছরে উত্তরপ্রদেশে ২১ জন মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু এই ২১ জনের মধ্যে কেবলমাত্র যোগী আদিত্যনাথ ছাড়া মেয়াদ পুরো করে দ্বিতীয়বারের জন্য কেউ জয়লাভ করতে পারেননি। যোগী আদিত্যনাথই এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি এই রেকর্ড গড়লেন।
২) উত্তরপ্রদেশের পঞ্চম মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথ টানা দ্বিতীয় জয় লাভ করলেন। এর আগে এই কৃতিত্ব যাদের ছিল তারা হলেন ১৯৫৭-তে সম্পূর্ণানন্দ, ১৯৬২-তে চন্দ্রভানু গুপ্তা, ১৯৭৪-এ হেমবতী নন্দন বহুগুণা এবং ১৯৮৫-তে নারায়ণ দত্ত তিওয়ারি।
৩) ৩৭ বছর পর নিজের ক্ষমতা দ্বিতীয়বারের জন্য ধরে রাখতে সক্ষম হলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে এর আগে শেষবার এই কৃতিত্ব অর্জন করেছিলেন ১৯৮৫-তে নারায়ণ দত্ত তিওয়ারি।
৪) এর আগে যে সকল মুখ্যমন্ত্রীর দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিলেন তারা প্রত্যেকেই কংগ্রেসের। বিজেপির কোন মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথই প্রথম এই কাজ করে দেখালেন। একপ্রকার এই কাজে ব্যর্থ ছিলেন উত্তর প্রদেশের বিজেপির তিন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, রামপ্রকাশ গুপ্তা এবং রাজনাথ সিং।
৫) ১৫ বছর পর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথই বিধায়ক হিসেবে জয়লাভ করার পর মুখ্যমন্ত্রী হচ্ছেন। এর আগে ২০০৭-২০১২ মায়াবতী, ২০১২-২০১৭ অখিলেশ যাদব, এমনকি যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধান পরিষদের সদস্য ছিলেন।
৬) তৃতীয় কোন মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথ পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে সক্ষম হয়েছেন। এর আগে মায়াবতী এবং অখিলেশ যাদব ছাড়া এই পাঁচ বছরের মেয়াদ অন্য কোন মুখ্যমন্ত্রী পূরণ করতে পারেননি।
৭) নয়ডা অভিশাপ মুক্ত করলেন যোগী আদিত্যনাথ। কথিত আছে মুখ্যমন্ত্রীর থাকাকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নয়ডা সফর করেছেন তিনি পূর্ণ সময় মেয়াদোত্তীর্ণ করতে পারেননি অথবা পরের ভোটে জিততে পারেননি। এই প্রবণতা শুরু হয় ১৯৮৮ সাল থেকে। সেই সময় মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিং নয়ডা থেকে ফেরার কয়েকদিনের মধ্যেই ইস্তফা দিতে বাধ্য হন। এরপর অন্যান্যদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। একই ঘটনা ঘটার পর অনেক মুখ্যমন্ত্রী আছেন যারা নয়ডা এড়িয়ে চলতেন। তবে যোগী আদিত্যনাথ ২০১৮ সালে নয়ডা সফর করেও নিজের মেয়াদ পূর্ণ করেছেন এবং দ্বিতীয়বার জিতে দেখিয়েছেন।