রাজ্যে ৭টি দূরপাল্লার ট্রেনের স্টপেজ বাড়ালো রেল, থামবে এই ৭ স্টেশনে

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ ভারতীয় রেলের (Indian Railways) রেল পরিষেবার উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। সস্তা এবং স্বাচ্ছন্দে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার ক্ষেত্রে ভারতীয় রেলের চাহিদা দিন দিন বাড়ছে। ভারতীয় রেলের তরফ থেকেও সাধারণ মানুষদের চাহিদার কথা মাথায় রেখে সেই চাহিদা যথাসাধ্য পূরণের চেষ্টা চালানো হচ্ছে।

রেল পরিষেবা নিয়ে সাধারণ মানুষদের যে সকল চাহিদা অথবা দাবি রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো, নিজেদের এলাকায় থাকা রেলস্টেশনগুলিতে বিভিন্ন ট্রেনের স্টপেজ দেওয়া। ঠিক সেই রকমই দীর্ঘদিন ধরেই রাজ্যের ৭টি রেল স্টেশনে ৭টি দূরপাল্লার ট্রেনের স্টপেজ দেওয়া নিয়ে দাবি দাওয়া শোনা যাচ্ছিল। অবশেষে সেই সকল এলাকার বাসিন্দাদের সুখবর দিয়ে সাতটি দূরপাল্লার ট্রেনের সাতটি রেল স্টেশনে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিল রেল বোর্ড।

১) ১২৮২৭/১২৮২৮ হাওড়া পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি এবার স্টপেজ বাঁকুড়া জেলার ঝন্টিপাহাড়ি রেল স্টেশনে। হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার পথে রাত ৮ঃ৫১ মিনিটে স্টপেজ দেবে এই ট্রেনটি। অন্যদিকে পুরুলিয়া থেকে হাওড়া যাওয়ার পথে সকাল ৬:৪৪ মিনিটে ট্রেনটি স্টপেজ দেবে।

২) ১৮৬১৬ হাতিয়া হাওড়া ক্রিয়া যোগা এক্সপ্রেস স্টপে যেতে পেয়ে পুরুলিয়া জেলার সুইসা রেল স্টেশনে।

৩) ১৩১৪৭/৪৮ শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস মালদা জেলার কুমেদপুর রেল স্টেশনে স্টপেজ দেবে।

৪) ১২০২১/১২০২২ হাওড়া-বড়বিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ঝাড়গ্রাম স্টেশনে স্টপেজ। হাওড়া থেকে বড়বিল যাওয়ার পথে সকাল ৮:২৪ মিনিটে ঝাড়গ্রাম স্টেশনের স্টপেজ দেবে এবং ফেরার পথে সন্ধ্যা ৬:০৮ মিনিটে ঝাড়গ্রাম স্টেশনে দাঁড়াবে।

৫) ১৩১৪১/৪২ শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস স্টপেজ উত্তর দিনাজপুর জেলার ডালখোলা রেলস্টেশনে।

৬) ১৫০৪৭/৪৮ কলকাতা গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস স্টপেজ দেবে পশ্চিম বর্ধমানের পানাগর রেল স্টেশনে। কলকাতা থেকে গোরখপুর যাওয়ার পথে বিকাল সাড়ে পাঁচটায় স্টপেজ দেবে পানাগড়ে।

৭) ১৩৩১৯/২০ দুমকা রাঁচি রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস স্টপেজ দেবে পুরুলিয়া জেলার পুন্দাগ রেলস্টেশনে।