Loan Interest Misuse: লোন নিয়ে ছেলেখেলা অতীত! টাকা ফেরৎ পাবেন গ্রাহকরা, কড়া নির্দেশ দিল RBI

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানের উপর সবসময় কড়া নজরদারি চালিয়ে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। গ্রাহকদের টাকা-পয়সা সুরক্ষিত রাখার পাশাপাশি গ্রাহকরা লোন ইত্যাদি নেওয়ার ক্ষেত্রেও যাতে সমস্যায় না পড়েন তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন নজরদারি চালানো হয়। আর এই নজরদারি চালাতে গিয়ে এবার লোন নিয়ে ছেলেখেলা ধরা পড়ল।

বিভিন্ন ব্যাঙ্ক গ্রাহকদের লোন দিয়ে সেই লোনের উপর সুদ (Loan Interest Misuse) নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বলেই পর্যবেক্ষণে ধরা পড়েছে। আর এরই পরিপ্রেক্ষিতে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সেই সকল গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার, যারা এমন ছেলেখেলা বা অন্যায়ের শিকার।

নিয়ম অনুসারে গ্রাহকদের লোন দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলির নিজেদের পছন্দ মত সুদের পরিমাণ ধার্য করার অধিকার রয়েছে। কিন্তু সেই সুদের পরিমাণ নির্ধারণ করতে গিয়ে এমন কিছু যেন করা না হয় যাতে করে তা অস্বাভাবিক হয়ে দাঁড়ায়। আর এই সকল ঘটনার নজরদারি চালাতে গিয়েই কেন্দ্রীয় ব্যাঙ্কের নজরে এসেছে কিছু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান নিয়ম ভেঙ্গে গ্রাহকদের থেকে সুদ নিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্কুলার জারি করে অতিরিক্ত ফি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন 👉 PNB Loan Offer: ১৫ দিনেই মিলবে ৫ লক্ষ টাকা! গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির PNB

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত বেশ কয়েকটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ওই সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে সংশোধন করার সময় দেওয়া হয়েছে। পাশাপাশি স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যদি সংশোধন না করা হয় তাহলে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

তদন্তে দেখা গিয়েছে, বেশ কয়েকটি ব্যাংক যে তারিখে লোনের আবেদন গ্রাহ্য করেছে সেই দিন থেকেই সুদ নিতে শুরু করে দিয়েছে। কিন্তু এই কাজ সম্পূর্ণ বেআইনি। কেননা নিয়ম অনুযায়ী গ্রাহকরা লোনের টাকা যেদিন পাবেন সেইদিন থেকে সুদের পরিমাণ গ্রহণ করা হবে। অনেক ক্ষেত্রে আবার লোনের টাকা গ্রাহকদের চেক মারফত দেওয়া হয়েছে এবং যেদিন চেক দেওয়া হয়েছে, সেই দিন থেকেই সুদ গোনা শুরু হয়ে গিয়েছে। গ্রাহক টাকা ভাঙ্গালো কিনা সেসব না দেখেই সুদ নেওয়া শুরু করে দিয়েছে ব্যাংক। এছাড়াও বেশকিছু ব্যাংকের বিরুদ্ধে একাধিক অগ্রিম সুদের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কোন কোন ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান এমন ঘটনা ঘটিয়েছে তাদের নাম এখনই সামনে আনা হয়নি।