নিজস্ব প্রতিবেদন : বর্ষা শুরু হওয়ার আগেই নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে বেশ কিছু জায়গায়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমনটা না হলেও হয়েছে অসমে। এক সপ্তাহ ধরে অসমে প্রবল বৃষ্টির কারণে সেখানকার জনজীবন বিপর্যস্ত। আর এই লাগাতার বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে রেল পরিষেবা।
অসমে অতিবৃষ্টির কারণে বহু জায়গায় রেললাইন চলে গিয়েছে জলের তলায়। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলের তরফ থেকে একগুচ্ছ ট্রেন বাতিল করার ঘোষণা করেছে। এই সকল ট্রেনের মধ্যে বেশকিছু ট্রেন রয়েছে শিয়ালদহ রেল স্টেশন থেকে।
১৩১৭৪ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
১৩১৭৫ আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
১৩১৭৬ শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
১২৫০৩ বেঙ্গালুরু ক্যান্ট-আগরতলা এক্সপ্রেস
১২৫০৪ আগরতলা-বেঙ্গালুরু ক্যান্ট এক্সপ্রেস
১৪৬২০ ফিরোজপুর ক্যান্ট জং আগরতলা এক্সপ্রেস
১৪৬১৯ আগরতলা-ফিরোজপুর ক্যান্ট জং এক্সপ্রেস
১৪০৩৭ শিলচর-নয়া দিল্লি পিএসকে এক্সপ্রেস
১৪০৩৮ নতুন দিল্লি-শিলচর পিএসকে এক্সপ্রেস
১৫৬২৬ আগরতলা-দেওঘর এক্সপ্রেস
১৫৬২৫ দেওঘর-আগরতলা এক্সপ্রেস
১৫৬৪১ শিলচর-নতুন তিনসুকিয়া এক্সপ্রেস
১৫৬৪২ নতুন তিনসুকিয়া-শিলচর এক্সপ্রেস
২০৫০১ আগরতলা- আনন্দ বিহার টার্মিনাল তেজস এক্সপ্রেস
২০৫০২ আনন্দ বিহার টার্মিনাল আগরতলা তেজস এক্সপ্রেস
০১৬৬৫ রানি কমলাপতি-আগরতলা স্পেশ্যাল
০১৬৬৬ আগরতলা-রানি কমলাপতি স্পেশ্যাল
১৫৬১৫ গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস
১৫৬১৬ শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস
১৫৬১১ গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস
১৫৬১২ শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস
০৭০৩০ সেকেন্দ্রাবাদ জং-আগরতলা স্পেশ্যাল
০৭০২৯ আগরতলা-সেকেন্দ্রাবাদ জং স্পেশ্যাল
১৫৮৮৮ গুয়াহাটি-বদরপুর ট্যুরিস্ট এক্সপ্রেস
১৫৮৮৭ বদরপুর-গুয়াহাটি ট্যুরিস্ট এক্সপ্রেস।
এই একগুচ্ছ ট্রেন বাতিলের কারণে হাজার হাজার যাত্রী অসুবিধার সম্মুখীন হবেন। তবে বর্তমান পরিস্থিতিতে এই সকল ট্রেন বাতিল না করে উপায় নেই বলে জানা যাচ্ছে। কারণ ইতিমধ্যেই এই বন্যার কারণে কয়েকটি দূরপাল্লার ট্রেন আটকে যায়। যেসকল ট্রেনের যাত্রীদের উদ্ধার করতে হিমশিম খেতে হয় প্রশাসনকে।