Financial Rules: বদলে যাচ্ছে GST-র নিয়ম, মার্চে ৪ টি নতুন নিয়ম দেখবেন ভারতীয়রা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Several financial rules are changing from 31st March: দেখতে দেখতে  ২০২৩-২০২৪ এর অর্থবর্ষ শেষ হতে চলল। এই মার্চ মাসই চলতি অর্থবর্ষের শেষ মাস। নতুন আর্থিক বছর পরার আগেই এই চলতি মাসেই অর্থাৎ পুরোনো আর্থিক বছরের শেষ মাস মার্চ মাসেই হতে চলেছে বেশ কিছু পরিবর্তন। আর্থিক লেনদেন, GST, Fastag KYC, paytm payment bank ইত্যাদি পরিষেবার নিয়মে (Financial Rules) আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন।

Advertisements
Paytm payment bank

আর্থিক তছরুপের অভিযোগে paytm payment bank এর সমস্ত ব্যাঙ্কিং পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামি ১৫ই মার্চ থেকে আর কোনো রকম লেনদেন করতে পারবেন না গ্রাহকরা। ব্যাঙ্কে সঞ্চিত অর্থ অন্য ব্যঙ্কে সরিয়ে নেবার নির্দেশও দেওয়া হয়েছে গ্রাহকদের উদ্দেশ্য। তবে পেটিএম পেমেন্ট ব্যাংক ছাড়া পেটিএম এর বাকি শাখা গুলির কাজ আগের মতোই চলবে বলে জানা গেছে।

Advertisements
Creadit card

আগামী ১৫ই মার্চের পর থেকে ক্রেডিট কার্ডের ইএমআই পরিষোধের ক্ষেত্রেও এসেছে নতুন কিছু নিয়ম (Financial Rules)। ক্রেডিট কার্ডের দ্বারা ইএমআই পরিষোধের ক্ষেত্রে  ১০ শতাংশ GST এবং ৫ শতাংশ ফাইন্যান্স চার্জ যুক্ত করা হবে বলে জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে।

Advertisements
New GST rules

আরও পড়ুন ? Authorized FAStag Banks: এই ৩৯টি ব্যাঙ্কে FAStag করালেই নিশ্চিত! তালিকা প্রকাশ করল NHAI

পহেলা জুলাই ২০১৭ কে জিএসটি দিবস হিসেবে পালন করা হয়। কারণ উইকিপিডিয়া অনুযায়ী ২০১৭ এর পহেলা জুলাই থেকে ভারতবর্ষে জিএসটি. বা গুড সার্ভিস ট্যাক্স চালু করা হয়েছে। ক্রয় করা প্রতিটি জিনিসের প্রতি একটি নতুন ট্যাক্স বা কর বসানো শুরু হয়েছিল ২০১৭ পয়লা জুলাই থেকে। বর্তমানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এর ক্ষেত্রে এসেছে আরও নতুন কিছু নিয়ম। নতুন GST নিয়ম অনুযায়ী (Financial Rules), যে সমস্ত ব্যবসার বার্ষিক টার্ন ওভার ৫ কোটির বেশি তারা বি টু বি ট্রানজাকশনের জন্য ইলেক্ট্রনিক ইনভয়েস ছাড়াই বিল তৈরি করতে পারবে।

Fastag KYC

যারা হাইওয়েতে গাড়ি চালান তাদের অধিকাংশ ক্ষেত্রেই টোল ট্যাক্স দিতে হয়। আর টোল ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ফাসট্যাগে অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি। ৩১শে মার্চ ফাসট্যাগের কেওয়াইসি আপডেট করানোর শেষ দিন হিসাবে নির্ধারন করা হয়েছে। এই সময় সীমা অতিক্রম হলে অ্যাকাউন্টটি বাতিল হয়ে যাবে বলে জানানো হয়েছে।

Advertisements