না জানলেই নয়, এপ্রিল থেকে বদলে যাচ্ছে আয়করের ৯ নিয়ম

Antara Nag

Published on:

Advertisements

চলতি অর্থবর্ষ থেকে আয়কর (Income tax) বিধিতে বেশ কিছু পরিবর্তন আসছে। আয়কর স্ল্যাব থেকে ট্যাক্স রিবেটের সীমা বাড়ছে। সেই সঙ্গে কিছু ডেট(Debt) মিউচুয়াল ফান্ডে আর কোনও LTCG ট্যাক্স সুবিধা পাবেন না। আসুন জেনে নেওয়া যাক, পয়লা এপ্রিল ২০২৩ থেকে কার্যকর হতে চলেছে কোন কোন নিয়ম।

Advertisements

পয়লা এপ্রিল থেকে শুরু হয় নতুন অর্থবর্ষ। আর এই অর্থবর্ষে আয়করের (Income tax) ক্ষেত্রে বেশ কয়েকটি বদল এসেছে। এর মধ্যে কোনওটা করদাতাদের সুবিধা করে দেবে। কোনওটা বাড়তি চাপ তৈরি করবে। সবগুলির কথাই অবশ্য গত সাধারণ বাজেটের সময়ে জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেগুলিই ব্যাপক ভাবে প্রকাশ পেলো এখন। আসুন জেনে নিন সেই বদল গুলি কি কি-

Advertisements

১) আয়করের (Income tax) এই নিয়মের অধীনে ৭ লক্ষ টাকা অবধি আয়ের উপরে করছাড় মিলবে। আগে এই করছাড়ের উর্ধ্বসীমা ছিল ৫ লক্ষ টাকা।
২) নতুন আয়কর নিয়ম (Income tax) অবসরপ্রাপ্ত কর্মীদের সাড়ে ১৫ লক্ষ টাকা বা তার বেশি উপার্জনের উপরে ৫২ হাজার ৫০০ টাকা অবধি ছাড় পাবেন।

Advertisements

৩) বেসরকারি কর্মীদের ক্ষেত্রে লিভ এনক্যাশমেন্টের ক্ষেত্রে সীমা ছিল ৩ লক্ষ টাকা। এবার সেই আর্থিক সীমা বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।

৪) এলআইসির বার্ষিক প্রিমিয়াম যদি ৫ লক্ষ টাকা হয়, তবে নতুন অর্থবর্ষ থেকে তা থেকে উপার্জন আয়করের অধীনে আসবে।

৫) সিনিয়র সিটিজেন স্কিমে সর্বোচ্চ ডিপোজিটের সীমা ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।

৬) ১ এপ্রিল থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের অধীনে কর নেওয়া হবে।

৭) ১ এপ্রিলের পরে মার্কেট লিঙ্কড ডিবেঞ্চারে (MLDs) বিনিয়োগ স্বল্পমেয়াদী মূলধন সম্পদ(short term capital) হিসাবে গণ্য হবে।

৮) ২০২৩ সালের বাজেট পেশ করার সময়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, যদি সাধারণ​সোনাকে ই-গোল্ডে রূপান্তরিত করা হয়, সেক্ষেত্রে কোনও মূলধন লাভ হিসাবে তা গণ্য করা হবে না। ফলে করও দিতে হবে না।

৯) পুরানো কর ব্যবস্থার অধীনে চাকুরিজীবীরা ৫০,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন পেতেন। তাতে কোনও পরিবর্তন নেই। পেনশনভোগীদের ক্ষেত্রে, অর্থমন্ত্রী নতুন ট্যাক্স ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা প্রসারিত করার ঘোষণা করেছেন।

Advertisements