Asansol Division Train Cancel: আসানসোল বিভাগে বাতিল থাকবে কিছু ট্রেন, কাজ চলবে এই বিভাগে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Asansol Division Train Cancel: অত্যাধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করে ভারতীয় রেল তাদের পরিষেবার ক্ষেত্রে আনছে একাধিক পরিবর্তন। সম্প্রতি রেলের বিভিন্ন জায়গায় চলছে কাজ। সেই কাজের জন্যই বাতিল করতে হচ্ছে বহু ট্রেন। আবারো ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি দিয়েছে পূর্ব রেল। পূর্বরেলের আসানসোল বিভাগের ঝাঁঝা-সীতারামপুর স্টেশনে সাবওয়ে ও ফুট ব্রিজ তৈরির কাজের জন্য ৫ই জানুয়ারি থেকে পাওয়ার ব্লক করে দেবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই শনিবার এবং রবিবার কিছু কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে আসানসোল ডিভিশনে। নিম্নে একটি বিস্তারিত তালিকার মাধ্যমে কোন কোন ট্রেন বাতিল থাকবে তা বলে দেওয়া হয়েছে।

Advertisements
৪ জানুয়ারি শনিবার বাতিল (Asansol Division Train Cancel) থাকবে যেই লোকাল ট্রেনটি :
  • ৬৩৫৭১ জেসিডি-মোকামা মেমু
৫ জানুয়ারি রবিবার বাতিল লোকাল ট্রেনের (Asansol Division Train Cancel) তালিকা :
  1. ৬৩৫৬২ বৈদ্যনাথ ধাম-আসানসোল মেমু
  2. ৬৩২৯৮ ঝাঁঝা-দেওঘর মেমু
  3. ৬৩২০৯ দেওঘর-পটনা মেমু
  4. ৬৩৫৭২ মোকামা-জেসিডি মেমু
  5. ৬৩৫৬১ আসানসোল-জেসিডি মেমু
  6. ৬৩৫৭০ বৈদ্যনাথ ধাম-আসানসোল মেমু
  7. ৬৩৫৪৫ অন্ডাল-জেসিডি মেমু
  8. ৬৩৫৪৬জেসিডি-অন্ডাল মেমু
  9. ৬৩৫৬৫জেসিডি-ঝাঁঝা মেমু
  10. ৬৩৫৬৬ ঝাঁঝা-জেসিডি মেমু
  11. ৬৩৫৭৩ জেসিডি-কিউল মেমু
  12. ৬৩৫৭৪ কিউল-জেসিডি মেমু
কোন কোন দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে?
  1. ১৩৩১৯ দুমকা-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস (৫ জানুয়ারি)
  2. ৬৩৫০৯/৬৩৫১০ বর্ধমান-ঝাঁঝা-বর্ধমান মেমু ৫ জানুয়ারি আসানসোল পর্যন্ত চলাচল করবে।
  3. ১৭৩২১ ভাস্কো দা গামা-জেসিডি উইকলি এক্সপ্রেস ৩ জানুয়ারি চিত্তরঞ্জন পর্যন্ত চলাচল করবে।
  4. ১৮১৮৩/১৮১৮৪ টাটানগর-বক্সার-টাটানগর এক্সপ্রেস ৫ জানুয়ারি আসানসোল পর্যন্ত চলাচল করবে।

আরও পড়ুন:Kolkata MetroKolkata Metro: দমদমের পরিবর্তে দক্ষিণেশ্বর অবধি মেট্রো চালানোয় কোন নয়া বিপত্তি সামনে আসলো

কোন কোন ট্রেনগুলোর যাত্রাপথ বদল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্বরেল?
  1. ১২৩০৪ নিউ দিল্লি – হাওড়া পূর্বা এক্সপ্রেস (৪ জানুয়ারি) পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় – ধানবাদ – সীতারামপুর হয়ে চলবে ।
  2. ১২৩২৬ নাঙ্গাল ধাম – কলকাতা গুরুমুখী সুপার ফাস্ট এক্সপ্রেস (৪ জানুয়ারি) পণ্ডিত দিন দয়াল উপাধ্যায় – ধানবাদ হয়ে চলাচল করবে ।
  3. ১৩০৪৪ রক্সৌল – হাওড়া এক্সপ্রেস (৪ জানুয়ারি) কিউল – রামপুরহাট – বর্ধমান হয়ে চলবে ।
  4. ১৩৩৩১/১৩৩৩২ ধানবাদ – পটনা – ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস (৫ জানুয়ারি) আপ ও ডাউনে গয়া হয়ে চলবে ।
  5. ১৩৫০৮ গোরক্ষপুর – আসানসোল এক্সপ্রেস (৪ জানুয়ারি) কিউল – রামপুরহাট – সীতারামপুর – অন্ডাল – আসানসোল হয়ে চলবে ।
কোন কোন ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এসেছে?
  1. ১২৩১৭ কলকাতা – অমৃতসর আকাল তখত এক্সপ্রেস ২ ঘণ্টা ১০ মিনিট দেরিতে ছাড়বে ।
  2. ২২১৯৭ কলকাতা – ঝাঁসি প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস ১ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে ।
  3. ২২৫০০ বারাণসী – দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস ৪০ মিনিট দেরিতে ছাড়বে ।
  4. ২২৪৯৯ দেওঘর – বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস ৪০ মিনিট দেরিতে ছাড়বে ।
  5. ১৭০০৬ রক্সৌল – হায়দরাবাদ উইকলি এক্সপ্রেস ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে ছাড়বে ।
  6. ২২৩৪৮ পটনা – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ২ ঘণ্টা ৫০ মিনিট দেরিতে ছাড়বে ।
  7. ২২৩৪৭ হাওড়া – পটনা বন্দে ভারত এক্সপ্রেস ২ ঘণ্টা ৫০ মিনিট দেরিতে ছাড়বে ।
  8. ০২০২৪ পটনা – হাওড়া স্পেশাল ৫ ঘণ্টা ২০ মিনিট দেরিতে ছাড়বে ।
  9. ০২০২৩ হাওড়া – পটনা স্পেশাল ৫ ঘণ্টা ২০ মিনিট দেরিতে ছাড়বে ।
Advertisements