করোনা মোকাবিলায় ৪ তলা অফিস কোয়ারেন্টাইন সেন্টার গড়তে দিয়ে দিলেন শাহরুখ

নিজস্ব প্রতিবেদন : করোনার জেরে দেশজুড়ে শুরু হয়েছে সংকট। আর এই সংকটের সময়ে দেশের পাশে এসে দাঁড়িয়েছেন বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে শিল্পপতি ও অন্যান্যরা। আর সেরকমই কিছুটা দেরিতে হলেও বৃহস্পতিবার দেশের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বর্তমান পরিস্থিতিতে দেশের পাশে থাকতে তিনি ৭ টি প্যাকেজ ঘোষণা করেন। প্যাকেজ ঘোষণার পাশাপাশি তিনি জানিয়েছিলেন, এখানেই শেষ নয় প্রয়োজনে দেশের জন্য সমস্ত কিছু উজার করে দেবেন।

ঘোষণা মতোই শনিবার তিনি আরও একটি কাজ করলেন যা বর্তমান পরিস্থিতিতে খুবই প্রশংসনীয়। শনিবার তিনি নিজের ব্যক্তিগত ৪ তলার একটি অফিস কোয়ারেন্টাইন সেন্টার গড়ার জন্য দিয়ে দিলেন। বিএমসি যাতে সেই বহুতলে কোয়ারেন্টাইন সেন্টার গড়তে পারে শিশু, বয়স্ক ও মহিলাদের জন্য সে কারণেই এই উদ্যোগ বলে জানান শাহরুখ খান। আর সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশে এনেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন।

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে ট্যুইট করে লেখা হয়েছে, “শাহরুখ খান ও গৌরি খানকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। তারা তাদের ব্যক্তিগত ৪ তলা অফিস কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলার জন্য প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব দেওয়া হয়েছে এই কোয়ারেন্টাইন সেন্টার শিশু, মহিলা ও বয়স্ককদের জন্য তৈরি করার। তাদের এই চিন্তাভাবনা ভীষণভাবেই সময়োপযোগী।”

করোনা মোকাবিলায় শাহরুখ খানের ভূমিকা নিয়ে দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। তবে সেই সমালোচকদের শাহরুখ খান ও তাঁর সংস্থা নিজেদের কাজের মাধ্যমেই জবাব দিলেন। আর বাদশার এই মানবিক দিক সামনে আসতেই ট্যুইটারে ট্রেন্ড হয়ে ওঠে #SRKOfficeForQuarantine। কিং খানের এমন উদ্যোগে উদ্বুদ্ধ অনুরাগীরা।

প্রসঙ্গত, শাহরুখ খান ছাড়াও করোনা মোকাবিলায় ভারতের পাশে দাঁড়িয়ে অক্ষয় কুমার দিয়েছেন ২৫ কোটি টাকা প্রধানমন্ত্রী কেয়ার্স তহবিলে। সালমান খান ইতিমধ্যেই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫০০০ দিনমজুর পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন। এছাড়াও দক্ষিণী তারকাদের মধ্যে বাহুবলী প্রভাস দিয়েছেন ৪ কোটি টাকা। আরও অনেক তারকাই এগিয়ে এসেছেন ভারতের এই দুর্দিনে।