Praniti Shinde Vote Campaign: নকল শাহরুখকে নিয়ে প্রচারে ঝড় কংগ্রেসের! দূর থেকে দেখে চেনা দায়

Prosun Kanti Das

Published on:

Advertisements

Shah Rukh Khans doppelganger campaigns present at Praniti Shinde Vote Campaign: গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চলছে দেশের বিভিন্ন রাজ্যের জেলায় জেলায় ভোট প্রচার। আর সেই ভোট প্রচারেই মহারাষ্ট্রের সোলাপুরে ঘটে গেল বিরাট কান্ড। সোলাপুরের কংগ্রেস প্রার্থী প্রণীতি শিন্ডের হয়ে ভোট প্রচারকারীকে (Praniti Shinde Vote Campaign) দেখেই অবাক স্থানীয় লোকসহ নেটিজেনরা। একি মাতৃভূমিতে স্বয়ং ভগবানের দর্শন! হ্যাঁ, এমনটাই ভেবেছিলেন স্থানীয় বাসিন্দারা। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই প্রচারের ফটো, ভিডিও। কে ছিলেন তিনি? কাকে দেখে এমন অবাক হয়েছিলেন স্থানীয়রা।

Advertisements

গত ১৮ই এপ্রিল বৃহস্পতিবার মহারাষ্ট্র সোলাপুরে কংগ্রেস তরফে চলছিল ভোট প্রচার। যেখানে কংগ্রেস প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন প্রণীতি শিন্ডে। আর এই বৃহস্পতিবার কংগ্রেস প্রার্থী প্রণীতি শিন্ডের (Praniti Shinde Vote Campaign) হয়ে সোলাপুরে ভোট প্রচারে নামেন এক ব্যক্তি। যাকে দেখে শাহরুখের সাথে গুলিয়ে ফেলেন স্থানীয়রা। ভোট প্রচারকারীকে দেখেই স্থানীয়রা ভাবেন সত্যি সত্যিই কি কিং খানের দর্শন পেলেন তারা। নাকি তারই মতো অন্য কেউ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফটো, ভিডিও। যা দেখে আপনিও চিনতে পারবেন না আসল নাকি নকল কিং খান।

Advertisements

সূত্র জানাচ্ছে, সোলাপুরে কিং খানের আবির্ভাব হয়নি। সোলাপুরের ভোট প্রচারে দেখা দিয়েছে কিং খানের মতো অবিকল দেখতে এক ব্যক্তিকে। যার আদব-কায়দা প্রায় শাহরুখ খানের মতোই। ভিডিওটিতে কিং খানের মতোই ব্যক্তির চুলে পনিটেল দেখা গিয়েছে। লোকজনের উদ্দেশ্যে প্রচার গাড়িতে দাঁড়িয়ে হাত নাড়া দিচ্ছেন। যে গাড়িতে রয়েছে রাহুল গান্ধী, প্রণীতির সহ অন্যান্য নেতাদের ছবির ব্যানার। সংবাদমাধ্যমের অনুমান, সোলাপুরে কংগ্রেস নির্বাচনী প্রচারে অংশগ্রহণকারী ব্যক্তি হলেন ইব্রাহিম কাদরি। যার সোশ্যাল মিডিয়ার জুড়ে রয়েছে প্রচুর খ্যাতি। নেটদুনিয়ায় ইব্রাহিম এবং শাহরুখ খানের সাদৃশ্যতা নিয়ে বহুবার শোরগোল উঠেছে। এছাড়াও কোনো অনুষ্ঠানে ইব্রাহিম উপস্থিত হলে তিনি শাহরুখ খানের পোজ দেন এবং তার ডায়লগ বলেন।

Advertisements

আরও পড়ুন ? Report Card of Shah Rukh: ইংরেজি ছাড়া মোটামুটি সবেতেই ভালো! দ্বাদশ শ্রেণীতে কোন বিষয়ে কত পেয়েছিলেন শাহরুখ

তবে অপরদিকে কংগ্রেসের এই কার্যকারিতাকে কেলেঙ্কারি হলে ব্যাখ্যা করেছেন গেরুয়া শিবির। ভোট প্রচারের পরেই বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়াল্ এই ভোট প্রচারের কিছু ক্লিপ সোশ্যাল মিডিয়া এক্স-এ আপলোড করে ভারতীয় নির্বাচন কমিশন এবং শাহরুখ খানকে ট্যাগ করে শিরোননামে লিখেছেন, দেখুন এই দল কতদূর যেতে পারে, মানুষকে কিভাবে বোকা বানাতে পারে। ভুয়ো সমীক্ষা থেকে শুরু করে ভুয়ো ভারত বিরোধী বয়ান, AI-এর মাধ্যমে সেলিব্রিটিদের গোপন ফেক ছবি তৈরি করার সবই করেছে এরা। শেষমেষ এটা করতেও ছাড়লো না। পাশাপাশি তিনি এও সাধারণের উদ্দেশ্যে বলেছেন, এখন কারণটা বুঝতে পারছেন নিশ্চয়ই কেন কংগ্রেস ইভিএমকে দায়ী করছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, প্রণীতি শিন্ডে হলেন ২০২৪-এর লোকসভা নির্বাচনে সোলাপুরের কংগ্রেস প্রার্থী (Praniti Shinde Vote Campaign)। যার আরো এক পরিচয় হল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সুশীল শিন্ডের কন্যা তিনি। বর্তমানে সোলাপুরের সিটি সেন্ট্রালের বিধায়ক প্রণীতি। পাশাপাশি লোকসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থী। আসন্ন ৭ই মেয়ে মঙ্গলবার ভোটগ্রহণ রয়েছে সোলাপুরে। কংগ্রেস প্রার্থী প্রণীতি শিন্ডের বিরুদ্ধে লড়ছেন বিজেপি প্রার্থী রাম সতপুত।

Advertisements