Shaheena Attarwala is a high-ranking employee of Microsoft today despite spending her childhood on footpath: টাকার অভাবে পড়াশোনা বন্ধ করে কাজে ঢুকতে হয়েছে বহু শিক্ষার্থীকে। এই নিদর্শন ভারতবর্ষে নেহাত কম নয়। বহু শিক্ষার্থীর কাছে পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সমস্যা। কিন্তু সেই একই দেশে ঘটলো সম্পূর্ণ বিপরীত এক ঘটনা। একদিন রাস্তার ফুটপাতে যার দিন কাটতো, সেই আজকে এক বহুতল বিল্ডিং এর আবাসিক। শুধু ইচ্ছা শক্তি আর অক্লান্ত পরিশ্রম মানুষকে শূন্য থেকে গড়ে তুলতে পারে অনেক কিছু। সেরকমই একটি ঘটনা ঘটতে দেখা গেছে মুম্বাই শহরে। মুম্বাইয়ের শাহিনা (Shaheena Attarwala) ফুটপাতে রাত্রিযাপন করেও আজ চাকরি পেয়েছেন মাইক্রোসফ্টের অফিসে।
আরব সাগরের পাশে অবস্থিত ভারতের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মুম্বাইয়ের বাসিন্দা শাহিনা আতরওয়ালা (Shaheena Attarwala)। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি ঘিঞ্জি বস্তির পরিবেশে বাবা মার সাথে ছোট্ট একটি ঘরে তার শৈশব কেটেছে। এখন তিনি মাইক্রোসফ্টের উচ্চপদস্থ কর্মচারী। একদিকে শাহিনার বাবা কাঁচের চুড়ি বিক্রি করে অর্থ উপার্জন করতেন। অন্যদিকে শাহিনার ছিল কম্পিউটারের প্রতি প্রবল আগ্রহ। একদম ছোট বয়স থেকে কম্পিউটারের প্রতি আগ্রহ লক্ষ্য করে তার বাবা তাকে একটি কম্পিউটার শিক্ষা কেন্দ্রে ভর্তি করে দেন।
কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার বাবার অসুস্থতা। হঠাৎ করে শাহিনার বাবা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। আর্থিক সমস্যার কারণে তার কম্পিউটার শিক্ষা একেবারে বন্ধ হয়ে যায়। কিন্তু শাহিনা (Shaheena Attarwala) হার মানতে নারাজ। পড়াশোনার পাশাপাশি একদম ছোট বয়স থেকেই শুরু করেন অর্থ উপার্জন করা। কম্পিউটার শিক্ষা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য উপার্জিত অর্থ থেকে কিছু কিছু করে সঞ্চয় করতে শুরু করেন তিনি। অর্থ সঞ্চয় করার জন্য কখনো একবেলা না খেয়ে থেকেছেন, তো কখনো বাসের পরিবর্তে হেঁটে স্কুলে গেছেন বাস ভাড়া বাঁচানোর জন্য।
আরও পড়ুন ? IAS Pradeep Singh: কাজের ফাঁকে টিফিন টাইমে পড়াশুনা করে UPSC-তে প্রথম! পূরণ হল IAS-এর স্বপ্ন
দিনের পর দিন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এগিয়ে গেছে তার জীবন। সঞ্চিত অর্থ দিয়ে আবারো ভর্তি হন একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। মেয়ের আগ্রহকে সম্মান জানাতে শাহিনার বাবা তার সঞ্চিত অর্থ দিয়ে একটি পুরনো কম্পিউটার কেনেন। এরপর থেকে শুরু হয় বাড়িতে বসেই কম্পিউটার চর্চা। পড়াশোনার পাশাপাশি কম্পিউটারের বিভিন্ন কাজকর্ম করা শুরু করেন তিনি। স্কুলের পড়াশোনা শেষ করে, তিনি মুম্বাইয়ের একটি কলেজ থেকে বিকমে স্নাতক হন। শাহিনা (Shaheena Attarwala) এরপর ভিসুয়াল কমিউনিকেশন এবং ডিজাইন নিয়ে ডিপ্লোমা করেন এনআইআইটিতে। আর এখন বর্তমানে তিনি উচ্চপদস্থ কর্মচারী হিসেবে নিযুক্ত মাইক্রোসফ্ট কোম্পানিতে।
ডিজাইনিং সংক্রান্ত পড়াশোনা শেষ করার পর, মুম্বাই শহরেই একটি কার এক্সপো কোম্পানিতে যুক্ত হন শাহিনা। সেখানে কর্মরত অবস্থায় ব্যাঙ্গালোরের জুমকার উদ্বোধনী অনুষ্ঠানে একটি স্কুটারের কাঠামো তৈরি করে শাহিনা লাইম লাইটে চলে আসেন রাতারাতি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। যার ছোটবেলাটা কেটেছে ফুটপাতের ঝুপড়ি ঘরে তিনি আজ মুম্বাই শহরে নিজের পছন্দমত ফ্ল্যাট কিনেছেন। যে সমস্ত মেয়েদের অর্থাভাবের জন্য পড়াশোনা বন্ধ হয়ে যায়, তাদের পাশে দাঁড়াতে উদ্যোগী তিনি। শাহিনা আতোরওয়ালা (Shaheena Attarwala) একটি সংস্থা খুলেছেন, সেই সমস্ত পিছিয়ে পড়া মেয়েদের পড়াশোনা দায়িত্ব নেবার জন্য।