নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশ বরাবর যাকে নিয়ে স্বপ্ন দেখে থাকেন তিনি হলেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। তবে এই বছর ভারতে আয়োজিত ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে সেই ভাবে ফলাফল দেখাতে পারেনি বাংলাদেশ। সেই ভাবে বললেও ভুল হবে, কেননা বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে খেলোয়াড়রা যে আশা করেছিলেন তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি তারা। এসবের মধ্যেই শনিবার বাংলাদেশের তারকা সাকিব আল হাসানের বিরুদ্ধে বিস্ফোরক এক অভিযোগ আনলেন বাংলাদেশের এক মহিলা।
শনিবার লক্ষ্মীপুজোর দিন ইডেনে ছিল বাংলাদেশ এবং নেদারল্যান্ডের খেলা। যেখানে নেদারল্যান্ড প্রথমে ব্যাট করে ২২৯ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশ সমর্থকরা আগেই বুঝেছিলেন এই ম্যাচ তারা খুব সহজে জিতে যাবেন। কিন্তু বাংলাদেশ ২৩০ রান তারা করতে নেমে প্রথম থেকেই মুখ থুবড়ে পড়তে শুরু করে। মাত্র ১৯ রানে প্রথম উইকেট ঝড়ে যায়, ১৯ রানেই দ্বিতীয় উইকেট। আর এরপর তৃতীয় উইকেট পরে ৪৫ রানে। কিন্তু তারপর আর সেই ভাবে কেউ দাঁড়াতে পারেনি। শেষমেষ বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৪২ রানে।
এই ম্যাচে খুব অল্প রান করলেও নেদারল্যান্ড বাংলাদেশের বিরুদ্ধে বড় রানে জয় পায়। নেদারল্যান্ড বাংলাদেশের বিরুদ্ধে ৮৭ রানে জয়লাভ করে। নেদারল্যান্ডের কাছে এত বড় রানে হেরে যাওয়ার পরই বাংলাদেশি সমর্থকদের রীতিমত চোখের জল ফেলতে ফেলতে স্টেডিয়াম থেকে বের হতে দেখা যায়। আর সেখানেই এক মহিলা বাংলাদেশের তারকা সাকিব আল হাসানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন।
ওই মহিলা ক্যামেরার সামনে জানিয়েছেন, সাকিব আল হাসান মোটেই দেশের জন্য খেলছে না। ও শুধু টাকা উপার্জনের জন্য খেলছে, ওর মাথায় শুধু মাত্র টাকা টাকা ঘোরাফেরা করছে। যখন অন্য কোথাও খেলার সুযোগ পায় তখন ভালো খেলে আর যখনই দেশের হয়ে খেলার দরকার পরে তখন কোন না কোন প্ল্যান ওর মাথাতে ঘোরাফেরা করে। দেশের মান সম্মান একেবারেই নামিয়ে দিয়েছে।
এর পাশাপাশি তিনি জানিয়েছেন, বাংলাদেশের এত এত মানুষের আশা ভঙ্গ করার অধিকার ওর নেই। এছাড়াও তিনি ওই ভিডিওতে দাবি করেছেন, এই মুহূর্তে বাংলাদেশের টিমে যে সকল খেলোয়াড়রা রয়েছেন তাদের আমূল পরিবর্তন দরকার। পাশাপাশি তারা সমস্ত রাগ ক্ষোভ ঝেড়েছেন সাকিব আল হাসানের উপরই।