কলকাতা: সাধারণ মানুষদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার ক্ষেত্রে রেল পরিষেবা জরুরী একটি পরিষেবা। তবে রেল পরিষেবার পাশাপাশি সমানভাবে জরুরি পরিষেবা হলো বাস পরিষেবা। রেল পরিষেবা যেখানে পৌঁছায়নি সেখানে বাস পরিষেবায় গণপরিবহনের মেরুদন্ড হিসেবে কাজ করে। স্বাভাবিকভাবেই কোন নতুন রুটে বাস পরিষেবা (New Bus Route) চালু হলেই তা সাধারণ মানুষদের কাছে সুখবর হয়ে দাঁড়ায়।
বর্তমানে নিয়মের গেরোয় পড়ে রাজ্যের বিভিন্ন রুটের বাসের ভবিষ্যৎ নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। কেননা আদালতের নির্দেশে ১৫ বছরের বেশি পুরাতন বাস আর রাস্তায় নামানো যাবে না। এমনিতেই বছরের পর বছর ধরে সরকারি বাসের অভাব রয়েছে রাজ্যে। তবে এই রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যেই এবার নতুন একটি রুটে বাস চলাচল শুরু করল। সোমবার থেকে শুরু হল নতুন ওই রুটে বাস পরিষেবা।
নতুন যে রুটে বাস পরিষেবা চালু হলো সেই রুটটি হলো হাওড়ার শালিমার থেকে নিউটাউন। নতুন এই বাস পরিষেবার ফলে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ যাত্রীরা। সবচেয়ে খুশি যারা দূরপাল্লার ট্রেনে চড়ে শালিমার আসেন এবং সেখান থেকে কলকাতার পাশাপাশি বর্ধিত কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে যান। কেননা তাদের এবার খুব সহজেই শালিমার স্টেশনে পৌঁছানোর পাশাপাশি নিজেদের বাড়ি ফেরা বা কাজের জায়গায় পৌঁছানো সহজ হবে।
আরও পড়ুন : Volvo Bus Service: বন্ধ হতে চলেছে রাজ্যের গুরুত্বপূর্ণ দুটি বাস রুট, ভলভো বাস বন্ধ নয় জল্পনা
শালিমার স্টেশন হলো রাজ্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন। যেটি দক্ষিণ পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশনে পরিণত হয়েছে। যে রেলস্টেশন থেকে দক্ষিণ ভারতের পাশাপাশি ওড়িশা, মুম্বাই সহ বিভিন্ন রুটের ট্রেন যাতায়াত করে। এতদিন পর্যন্ত শালিমার স্টেশন থেকে নিউটাউন পর্যন্ত কোনরকম বাস যোগাযোগ ছিল না আর সেই কারণে বহু যাত্রীদের বেশি টাকা খরচ করে কেটে কেটে অথবা অন্য কোন গাড়ি ভাড়া করে আসতে হতো। এবার এই সকল সমস্যা দূর হলো নতুন বাস পরিষেবার ফলে।
প্রাথমিকভাবে শালিমার স্টেশন থেকে নিউটাউন পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৮ টা পর্যন্ত বাস চলাচল করবে। ভবিষ্যতে যদি যাত্রী সংখ্যার চাপ বৃদ্ধি পায় তাহলে বাস চলাচলের সময় আরো বাড়ানো হবে। শালিমার ও নিউটাউনের মধ্যে যে সকল বাসগুলি মন্দিরতলা, রবীন্দ্র সদন, এক্সাইড, ধর্মতলা, মৌলালি, শিয়ালদা, বেলেঘাটা, চিংড়িঘাটা, কলেজ মোড়, হাতিশালা হয়ে যাতায়াত করবে। শালিমার ও নিউটাউনের মধ্যে ৩৮ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।