Shardul Thakur Catch: বাজপাখিও ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখবে শার্দূলের এই ক্যাচ! ক্রিকেট বিশ্ব তো অবাক!

Prosun Kanti Das

Published on:

Advertisements

Shardul Thakur takes a brilliant boundary line catch in India Vs Afghanistan Match: ‘কাটাপ্পা বাহুবলী কো কিউ মারা?’ একসময় আপামর ভারতবর্ষের মনে এই একটা প্রশ্নই ঘুরে বেড়াত। আপাতত সে প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে। কিন্তু তার জায়গায় বর্তমানে ভারতবাসীর মনে যে প্রশ্ন এসে বাধা বেধেছে তা হলো ভারতকে এবার বিশ্বকাপ জিতবে? তবে প্রশ্নের উত্তর পেতে গেলে এখনো মাস খানেক সময় অপেক্ষা করতে হবে। আসলে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ১০ বছর কেটে গেলেও টিম ইন্ডিয়ার ট্রফি ক্যাবিনেটে ঢোকেনি কোন আইসিসি ট্রফি। মাঝে ১০ বছরে দুটি ৫০ ওভার ক্রিকেটের বিশ্ব কাপের সেমিফাইনাল, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল, এমনকি সেমিফাইনালেও হেরেছে ভারত।

Advertisements

১২ বছর পর আবারো দেশের মাটিতে বসেছে বিশ্বকাপ। গত তিনটি আসরে স্বাগতিক দেশ ট্রফি জিতেছে। এবার কি ভারতও সেই ধারা বজায় রাখতে পারবে? আপাতত পরিসংখ্যান এবং মাঠের পারফরম্যান্স সেই কথাই বলছে। তবে পিছিয়ে নেই অন্যান্যরাও। পাল্লা দিয়ে ছুটে চলেছে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা পাকিস্তানকেও ছোট করে দেখার কোন জায়গা নেই। বিশ্বকাপের মঞ্চে যা কিছুই ঘটতে পারে। তবে ব্যাটে, বলে বা ফিল্ডিংয়ে বিরাট কোহলি-রোহিত শর্মাদের যা পারফরম্যান্স তাতে বিশ্বকাপ না এলে সেটাকেই বড় অঘটন বলে মনে করা হবে।

Advertisements

ভারতীয়রা ব্যাট হাতে বা বল হাতে মাঠে নামছে মানেই প্রতিদিন কোন না কোন রেকর্ড তৈরি হচ্ছে। সেটি বিরাট কোহলির শচীন টেন্ডুলকরকে ছাড়িয়ে সর্বাধিক আইসিসি ইভেন্টের রান সংগ্রহ হওয়া হোক বা আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড রোহিত শর্মার দখলে আসা হোক কিংবা রোহিতেরই বিশ্বকাপের মঞ্চে সব থেকে বেশি সেঞ্চুরি করা খেলোয়াড় হওয়া হোক সেই ধারাকেই প্রমাণ করে চলেছে। তবে ফিল্ডিং এও বিন্দুমাত্র পিছিয়ে নেই এই ভারতীয় দল। আর সেটা মোটেই মুখের কথা নয়। মাঠে ভারতীয় খেলোয়াড়দের চাঞ্চলতাই তার প্রমাণ দিচ্ছে। রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, হার্দিক পন্ডিয়ারা বিশ্ব ক্রিকেটের এই প্রজন্মের সেরা ফিল্ডারদের (Shardul Thakur Catch) মধ্যে অন্যতম।

Advertisements

ঠিক তেমন এক অসাধারণ ফিল্ডিং এর উদাহরণ হলো ভারত-আফগানিস্তান ম্যাচে ভারতীয় অলরাউন্ডার সার্দুল ঠাকুরের ধারা বাউন্ডারি লাইনের বিখ্যাত এক ক্যাচ (Shardul Thakur Catch)। যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া গুলিতে তুমুল ভাইরাল হয়েছে। আফগানিস্তানের ইনিংসের ১৩ তম ওভারে বল করতে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার একটি শর্ট বলে আফগান ওপেনার রহমান উল্লাহ গুরবাজ পুল করে বসেন। বলটি ঠিকমত টাইমিং না হওয়ায় ছক্কা হওয়ার বদলে বাউন্ডারির কাছে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়ে। এই পর্যন্ত পড়ে বোঝার উপায় নেই যে এর সাথে একটি সাধারণ বাউন্ডারি লাইনের ক্যাচের সাথে এর পার্থক্য কোথায়?

আসলে বলটি শার্দুলের নাগালের বাইরে থেকেই গ্যালারির দিকে উড়ে যাচ্ছিল। সেই সময় তিনি লাফিয়ে বলটি তালুবন্দী করলেও নিজের গতির কারণে বাউন্ডারি লাইনের ওপারে ছিটকে যাচ্ছিলেন। তবে বাউন্ডারি লাইনের ওপারে ছিটকে যাওয়ার আগে এক অসাধারণ কায়দায় বলটিকে উপরে ছুড়ে দেন। তারপর বাউন্ডারি লাইনের ভেতরে মাঠের মধ্যে ফিরে এসে বলটিকে আবার তালুবন্দী করেন। যার ফলে অসাধারণ পুল শট নেওয়া পরেও গুরবাজকে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়। শার্দুলের এমন অসাধারণ ক্যাচ (Shardul Thakur Catch) সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর থেকেই তিনি ভারতীয় সমর্থকদের ঢালাও প্রশংসা পাচ্ছেন।

Advertisements