Advertisements

বন্দে ভারতের উদ্বোধনের আগেই শতাব্দি নিয়ে নয়া ঘোষণা, শুনলে মন ভরে যাবে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পথ চলা শুরু করে। বাংলার প্রথম এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে প্রতিটি মানুষের মধ্যে রয়েছে আলাদা উৎসাহ ও কৌতূহল। প্রিমিয়াম এই ট্রেন যাত্রীদের যাত্রার স্বাচ্ছন্দ থাকার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও এই ট্রেনে থাকছে জোরদার। তবে এই ট্রেনের উদ্বোধন হওয়ার আগে শতাব্দি এক্সপ্রেস নিয়ে নয়া ঘোষণা করলো ভারতীয় রেল।

Advertisements

শতাব্দি এক্সপ্রেসকে নিয়ে ভারতীয় রেলের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা যাত্রীদের মন ভরিয়ে দেবে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উদ্বোধন হওয়ার ঠিক আগেই রেলের তরফ থেকে বাংলার বাসিন্দাদের নতুন উপহার দিল বলা যেতে পারে। বন্দে ভারত এবং শতাব্দী নিয়ে নয়া সিদ্ধান্ত এক ফলকে জোড়া উপহার বলেই মনে করা হচ্ছে।

Advertisements

বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হওয়ার আগে রেলের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার ছাড়া বাকি দিনগুলিতে শতাব্দি এক্সপ্রেস বর্ধমান স্টেশনে স্টপেজ দেবে। শতাব্দী এক্সপ্রেস যাতে বর্ধমান স্টেশনের স্টপেজ দেয় তার জন্য দীর্ঘদিন ধরেই দাবি ছিল যাত্রীদের। দীর্ঘদিনের সেই দাবি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হওয়ার ঠিক আগেই মেনে নিল ভারতীয় রেল।

Advertisements

রেলের এই সিদ্ধান্তের পর এবার শতাব্দি এক্সপ্রেস রবিবার বাদে অন্যান্য দিনগুলিতে কিষাণগঞ্জ, বারসোই, মালদহ টাউন, নিউ ফরাক্কা, বোলপুর এবং বর্ধমান স্টেশনে স্টপেজ দেবে। বর্ধমানের স্টপেজ বৃদ্ধি পাওয়ার ফলে শতাব্দি এক্সপ্রেস ছাড়ার সময়ের পরিবর্তন হবে বলে জানা যাচ্ছে। ১০ মিনিট পার্থক্য তৈরি হবে এমনই খবর।

এদিকে মনে করা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বোলপুরে দেওয়ার কারণে শতাব্দি এক্সপ্রেসের স্টপেজ বৃদ্ধি করা হয়েছে বর্ধমান স্টেশনকে যুক্ত করে। যদিও বহুদিন ধরেই বর্ধমান স্টেশনে যাতে শতাব্দী এক্সপ্রেস স্টপেজ দেয় তা নিয়ে দাবি ছিল।

Advertisements