অনুব্রতর বিরুদ্ধে মামলা করা শিব ঠাকুরের স্ত্রীর কি হাল হলো ভোটে! জানুন ফলাফল

লাল্টু : বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত বালিজুরি গ্রাম পঞ্চায়েতের শিব ঠাকুর মন্ডল (Shib Thakur Mondal) হঠাৎ মাস কয়েক আগে শিরোনামে উঠে আসেন। তৃণমূল কর্মী হিসেবে পরিচিত শিব ঠাকুর মন্ডল হঠাৎ শিরোনামে উঠে এসেছিলেন মূলত দলের সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে দুবরাজপুর থানায় কেস করার পরিপ্রেক্ষিতে।

শিব ঠাকুর মন্ডলের অভিযোগ ছিল, গত বিধানসভা নির্বাচনের সময় অনুব্রত মণ্ডল তাকে দুবরাজপুরের দলীয় কার্যালয়ে ডেকে টুটি চেপে ধরেন। তাকে খুন করার উপক্রম হয়েছিলেন। এই ঘটনায় অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল থেকে তুলে নিয়ে আসা হয় দুবরাজপুরে এবং সাত দিন সেখানেই জেল হেফাজতে কাটান। বিরোধীদের অভিযোগ ছিল, অনুব্রত মন্ডলের তিহার যাত্রা আটকানোর জন্যই শিব ঠাকুর মন্ডল দলীয় পরামর্শে এমনটা করেছিলেন।

সাময়িকভাবে অনুব্রত মণ্ডলের তিহার যাত্রা আটকে দেওয়ার পরিপ্রেক্ষিতে দল পুরস্কার স্বরূপ তার স্ত্রী লিপিকা মন্ডলকে (Lipika Mondal) এবার তৃণমূলের তরফ থেকে দুবরাজপুর ব্লকের অন্তর্গত ১৬৫ নম্বর বনকাটি সংসদ থেকে প্রার্থী করা হয়েছিল। যেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন শিব ঠাকুর মন্ডলেরই দূর সম্পর্কের কাকা দীপক মন্ডল। ভোটের দিন কয়েক আগে এই গ্রামেই মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। যে ঘটনায় মাথা ফাটে শিব ঠাকুরের।

এসব ঘটনার পর বহু মানুষের মধ্যেই কৌতুহল, ভোটের ফলাফলে কি হলো শিব ঠাকুরের স্ত্রী লিপিকা মন্ডলের? মঙ্গলবার সকালে ফলাফল প্রকাশ হতেই দেখা যায় শিব ঠাকুর মন্ডলের স্ত্রী লিপিকা মন্ডল জয় যুক্ত হয়েছেন। তিনি এই ভাবে জয়যুক্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই খুশির হাওয়া মন্ডল পরিবার এবং সমর্থকদের মধ্যে।

এমন জয়ের পর লিপিকা মন্ডল জানিয়েছেন, সবই ঈশ্বরের ইচ্ছা আর অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির আশীর্বাদের ফল। তার এই জয়ের জন্য যারা তার হয়ে কাজ করেছেন তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি মানুষের জন্য কাজ করেছেন এবং মানুষ তার পাশে থাকবে এমনটা অনেক আগে থেকেই বিশ্বাস ছিল।