ভোটের আগে অশান্তি! মাথা ফাটলো কেষ্টর বিরুদ্ধে কেস করা শিব ঠাকুরের

লাল্টু : বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ওরফে কেষ্ট মন্ডলের বিরুদ্ধে কেস করে শিরোনামে এসেছিলেন দুবরাজপুরের বালিজুরি গ্রামের শিব ঠাকুর মন্ডল (Shib Thakur Mondal)। তিনিই সেই তৃণমূল নেতা যিনি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেস করে অনুব্রতর তিহাড় যাত্রা বিলম্বিত করে দেন। এবার সেই শিব ঠাকুর ভোটের আগে জড়ালেন মহা অশান্তিতে।

অনুব্রত মন্ডলের বিরুদ্ধে টুটি টিপে ধরার অভিযোগ এনেও এবারের পঞ্চায়েত নির্বাচনে শিব ঠাকুরের স্ত্রী লিপিকা মন্ডলকে প্রার্থী করে তৃণমূল। তবে এরই মধ্যে দেখা যায় মঙ্গলবার শিব ঠাকুর মন্ডলের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কে মাথা ফাটালো শিব ঠাকুরের? অভিযোগ, শিব ঠাকুর মন্ডলের স্ত্রী লিপিকা মন্ডল যে জায়গায় ভোটে দাঁড়িয়েছেন সেখানকার বিজেপি প্রার্থী দীপক মন্ডল, যিনি শিব ঠাকুরের দূর সম্পর্কের কাকা সহ অন্যান্যরা রথযাত্রার দিন সকালে তার মাথা ফাটিয়ে দেন।

শিব ঠাকুর মন্ডল অভিযোগ করেছেন, অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কেস করার পর তাকে দল থেকে বের করে দেয়। তবে তার স্ত্রীকে ভোটে টিকিট দেয় তৃণমূল। এমন অবস্থায় যাতে তার স্ত্রী একা কিছু করতে না পারেন তার জন্যই তার মাথা ফাটানো হয়েছে। যাতে করে ভয়ে তার স্ত্রী মনোনয়নপত্র তুলে নেন।

তবে এই ঘটনার সঙ্গে ভোটের কোন সম্পর্ক নেই বলেই দাবি করেছেন বিজেপি প্রার্থী দীপক মন্ডল এবং দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা। তাদের দাবি, মাছ ধরাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা সম্পূর্ণ পারিবারিক ঘটনা। এই ঘটনাকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা লুটতেই শিব ঠাকুর মন্ডল এমন নাটক করছেন। এর পাশাপাশি তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, শিব ঠাকুর মন্ডল এবং তার স্ত্রী খুব ভালোভাবেই জানেন তারা ভোটে নিশ্চিত ভাবে হেরে যাবেন। তাই এমন নাটক করে মানুষের মন পেতে চাইছেন তারা।

জানা যাচ্ছে, রথযাত্রার দিন শিব ঠাকুর মন্ডল এবং তার পরিবারের ভাগীদারদের থাকা একটি পুকুর থেকে মাছ ধরা হচ্ছিল। সেই মাছ এলাকার কিছু মানুষকে বিলি করা হচ্ছিল এবং তখনই দু’পক্ষের মধ্যে বিবাদ বাঁধে। শিব ঠাকুরের অভিযোগ সেই সঙ্গেই তার ওপর হামলা চালানো হয়। তবে অভিযুক্তদের দাবি, কেউ হামলা চালায় নি বরং শিব ঠাকুরের অত্যাচারেই অতিষ্ঠ এলাকার বাসিন্দা।