Shiksha Sathi Scheme: যেকোনো দেশের ভবিষ্যৎ হল সেই দেশের ছাত্রছাত্রীরা, তাই ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার দায়িত্ব প্রত্যেকটি দেশের সরকারের। শুধু দেশের সরকার নয় বিভিন্ন রাজ্যের সরকারের দায়িত্ব শিক্ষার্থীদের উন্নয়নের দিকে খেয়াল রাখা। পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) রাজ্যের শিক্ষার্থীদের সুবিধার জন্য নানারকম জনকল্যাণমূলক প্রকল্প চালু করে থাকে। সবুজ সাথীর সাইকেল থেকে শুরু করে ট্যাব, স্কুলের ইউনিফর্ম হয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, একাধিক স্কিম আনা হয়েছে। তালিকাতে নতুন একটি নাম যুক্ত হতে চলেছে যা হলো ‘শিক্ষাসাথী’ (Shiksha Sathi Scheme) প্রকল্প।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বরাবর রাজ্যে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আজকের এই প্রতিবেদনে জানতে পারব কোন নতুন প্রকল্প চালু হতে চলেছে রাজ্যের শিক্ষার্থীদের জন্য। ‘শিক্ষাসাথী’ প্রকল্পের (Shiksha Sathi Scheme) মাধ্যমে পড়ুয়াদের কম দামে খাতা বিক্রি করবে পশ্চিমবঙ্গ সরকার। যারা দরিদ্র শিক্ষার্থী তারা এই প্রকল্পের কারণে অনেকটা সুবিধা লাভ করতে পারবে। এই প্রকল্পের জন্য ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প দফতর ইতিমধ্যে উদ্যোগ নেওয়া শুরু করে দিয়েছে। এই প্রকল্প চালু হলে উপকৃত হবেন বাংলার অগুনতি পড়ুয়া।
রাজ্য সরকারের (Government of West Bengal) অধীন ‘শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড’ এই খাতা ছাপাবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে এই সংস্থার আধুনিকীকরণ হয়েছে। তারপর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এই প্রকল্প যদি একবার চালু হয় তাহলে পড়ুয়াদের খাতা ছাপানোর কাজ হবে, এবং বাজার থেকে বেশি দামে আর খাতা কিনতে হবে না ছাত্রছাত্রীদের। তেমনই সংশ্লিষ্ট সংস্থার লাভও হবে।
বর্তমান সময় হলো দ্রব্যমূল্য বৃদ্ধির সময়, তাই যত দিন যাচ্ছে প্রত্যেকটি জিনিসের দাম বাড়ছে। খাতার দাম আগে তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে, সস্তায় খাতা তেমন পাওয়াই যায় না। এই বিষয়ে জানতে পারার পরেই পড়ুয়াদের কম দামে খাতা বিক্রির উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী। এমএসএমই দফতর সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের ‘শিক্ষাসাথী’ প্রকল্পের (Shiksha Sathi Scheme) অধীনে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিন ধরনের খাতা দেওয়া হবে শিক্ষার্থীদের। এই প্রকল্পের মাধ্যমে ১০০ পাতার একটি খাতার মূল্য হবে মাত্র ৩৭ টাকা। বাকি দু’টি খাতা ১৬০ পাতার। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা করে। সরকারের উদ্যোগে বাজারে তুলনায় অনেক কম দামে খাতা পাবে শিক্ষার্থীরা। সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো গুণমানের দিক থেকে প্রিমিয়াম কোয়ালিটির ধাঁচেই তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
‘শিক্ষাসাথী’ প্রকল্পের (Shiksha Sathi Scheme) অধীনে যে সমস্ত খাতা তৈরি হবে আপাতত মঞ্জুষা স্টল ও কনজিউমার কো-অপারেটিভ শোরুমে সেগুলো পাওয়া যাবে। বিভিন্ন সরকারি মেলাতেও এই খাতা বিক্রি হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুণগতমানের দিক থেকে কোনরকম আপোষ করা হবে না। ভবিষ্যতে হয়তো রেশন দোকানেও মিলতে পারে এই খাতা। এই খাতায় রাজ্য সরকারের চালু করা বিভিন্ন প্রকল্প সম্পর্কে লেখা থাকবে। যাতে শিক্ষার্থীরা প্রয়োজন মতো সেই প্রকল্পগুলি নিতে পারে।