বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে আছে অগুনতি গায়ক গায়িকার নাম। তবে সেই সব গায়ক বা গায়িকাদের মধ্যে শিলাজিৎ (Shilajit) এবং ইমন অন্যতম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে ইমন এক অদ্ভুত প্রশ্নও করছেন শিলাজিৎকে(Shilajit)। যা শুনে অবাক হয়েছেন নেটিজেনরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শিলাজিৎ (Shilajit) এর টক শো ‘গান পয়েন্ট’-এ অতিথি হিসেবে এসেছেন ইমন চক্রবর্তী ও সোমলতা আচর্য্য। সেখানেই কথা প্রসঙ্গে শিলাজিৎকে তাঁর পারিশ্রমিক নেওয়া নিয়ে অভিযোগ করেন জাতীয় পুরস্কার-জয়ী গায়িকা ইমন চট্টোপাধ্যায়।
এর আগেও এক সাক্ষাৎকারে পারিশ্রমিক নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল ইমনকে। এক সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্ন উঠতেই বলেছিলেন, ‘এমনিতেই তো কলকাতায় টাকা নেই। এমনিতেই বাংলার শিল্পীদের তো কেউ টাকা দিতেই চায় না। একটা দু’টো গান ঈশ্বরের আশীর্বাদে হিট হচ্ছে। টাকা তো আমাকে বাড়াতেই হবে। আমাকে আর্বানায় ফ্ল্যাট কিনতে হবে’।
এবার এই শোতে ইমন শিলাজিৎ (Shilajit) কে বলেন, তিনি নাকি একটা শোয়ের জন্য অনেক টাকা নেন। যা অনেকের পাঁচটা শো-র টাকার সমান। এর জবাবে শিলাজিৎকে বলতে শোনা যায়, তিনি এত টাকা চান কারণ যাতে নতুনরা অনেক টাকা কামাতে পারে। শিলাজিৎ যদি কম টাকা চান তাহলে নতুনদের কেউ টাকা দেবে না। অনেকে কম টাকায় শো করেন। তাতে বাংলা গায়কদের কদর কমে যায়। সেই কারণে শো উদ্যোক্তারা শিল্পীদের যথাযথ পারিশ্রমিক দিতে চায় না।
শিলাজিৎ এর এই বক্তব্য মাথা নেড়ে সহমত পোষণ করে ইমন-সোমলতা দুজনেই। ফের ইমনকে উদ্দেশ্য করে শিলাজিৎ বলে ওঠেন, ইমন যখন জাতীয় পুরস্কার জেতেন তখন তিনি ম্যাসেজ করে ইমনকে রেট বাড়ানোর কথা বলেন। সোশ্যাল মিডিয়াতেও বহু নেটিজেনকে শিলাজিৎ এর এই বক্তব্যে সহমত পোষণ করতেও দেখা যায়।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে বাংলার গায়ক গায়িকার প্রতিনিধি হলেন শিলাজিৎ। তিনি ভাষা দিবসের দিনও এভাবেই সকলের মন জয় করে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় নিজের গাড়ির নম্বর প্লেটের ছবি পোস্ট করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে তাঁর গাড়ির নম্বর প্লেট বাংলায় লেখা। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘আমি চেকেও বাংলাতেই সই করি, এটুকুই। মাতৃ ভাষার জন্য শহীদদের সেলাম।’