গাইতে গাইতে দর্শকদের মাঝে ঝাঁপ, ধরতে না পেরে শিলাজিৎ-কে ফেলে দিলেন অনুরাগীরা

সম্প্রতি কৃষ্ণনগরে (Krisnanagar) অনুষ্ঠান করতে গিয়েছিলেন গায়ক শিলাজিৎ (Shilajit Majumdar)। বেশ ভালোভাবেই চলছিল অনুষ্ঠান। শিলাজিতের গানে মেতে উঠেছিলেন সকলে। এমন সময় এক কাণ্ড ঘটান শিলাজিৎ। গান গাইতে গাইতে দর্শকদের উপর ঝাঁপ মেরে দেন তিনি।

কয়েকদিন আগেই কৃষ্ণনগরের শোয়ের কথা জানিয়ে শিলাজিৎ ফেসবুকে (Facebook) একটি পোস্ট করে ছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, কৃষ্ণনগরবাসী যেনো তৈরি থাকে। কারণ তিনি কিন্তু ঝাঁপিয়ে (Jump) পড়বেন যেকোনো সময়। তিনি এও বলেন তার অত ঢাক ঢাক গুর্ গুর নেই। আর সব জায়গায় কিন্তু এখনও ক্রাউড সার্ফ করার জন্য ক্রাউড (Audience) তৈরি হয়নি। সেই নব্বই সাল থেকে কমিউনিকেট করার চেষ্টা করছেন তিনি, এই কিছু বছর হলো দেখছি মাথা টাতা ঝাঁকাচ্ছে লোকজন। এর সাথেই শিলাজিৎ যোগ করেন এবার কিন্তু আস্তে আস্তে অনেকেই ঝাঁপাবে। ঠিক করে ধরা প্রাকটিস করো। তিনি বলেছেন তার মাত্র পঁচাত্তর কেজি ওজন দর্শক ধরতে পারবো না বললে তিনি আর ঝাঁপ মারবেন না।

এদিকে কৃষ্ণ নগরে অনুষ্ঠানের মাঝে পূর্ব প্রতিশ্রুতি মত গান গাইতে গাইতে দর্শকদের উপরে ঝাঁপ মারেন শিলাজিৎ। পপ গায়করা সাধারণত শো করতে করতে এভাবেই ঝাঁপ মেরে থাকেন। আর তাদের লুফে নেন দর্শকরা। ঠিকই তেমনই করতে চেয়েছিলেন শিলাজিৎ। কিন্তু তাঁকে ধরে রাখতে পারলেন না অনুরাগীরা, শেষপর্যন্ত ফেলেই দিলেন।

আর এই গোটা ঘটনার ভিডিয়ো ফেসবুকের দেওয়ালে নিজেই পোস্ট করেছেন শিলাজিৎ। আর সঙ্গে মজা করে অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছেন বেশকিছু কথা। শিলাজিৎ লিখেছেন, তিনি কিন্তু বলেছিলেন ঝাঁপাবেন। আর দর্শকের কথা ছিল তাকে ধরার। কিন্তু তারা তাদের কথা রাখতে পারলো না।

শিলাজিৎ বলেন, ‘আর কতদিন ধরবো বলে ধরতে পারবি না তোরা, এবার তো রেডী হ! তোদের জন্য নতুন কিছু করতে পারবো না নাকি। এবার তো বুড়ো হয়ে যাবো। তখন আর পারবো না। নানা রকম তো করলি এবার একটু ধরতে শেখ। বাংলা গান ঝাঁপিয়ে পড়বেই তোদের ঘাড়ে। শিল্পীরা ভক্তর কাঁধে চেপেই তো যাবে, বেঁচে থাকতে থাকতে। মরে গেলে তো চারটে লোকই চান্স পাবে। তাও এখন তো সব গাড়িতে চলে যায়। সকলে ধরা শুরু করো। নইলে আর চান্স পাবে না। বেটার লাক নেক্সট টাইম।’