অজয় নদের বালির চরে প্রাচীন শিবলিঙ্গ উদ্ধার ঘিরে কৌতূহল

Laltu Mukherjee

Published on:

Advertisements

লাল্টু : অজয় নদের বালির চর থেকে এর আগেও একাধিকবার নানান প্রাচীন জিনিস উদ্ধার হয়েছে। খোঁজ পাওয়া গেছে ব্রিটিশ আমলের নানান অস্ত্রশস্ত্র, এমনকি উদ্ধার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বিশালাকার গোলা। আর এবার এই নদের চর থেকেই উদ্ধার হলো একের পর এক প্রাচীন শিবলিঙ্গ। আর এই সকল শিবলিঙ্গ উদ্ধার ঘিরে কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষদের মধ্যে।

Advertisements

Advertisements

গত বৃহস্পতিবার বিকালবেলা বীরভূমের খয়রাশোল থানার পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের চাপলা গ্রামের অজয় নদীতে বালি তোলার সময় এই সকল শিবলিঙ্গ ও মূর্তি বেরিয়ে আসতে দেখা যায়। সাথে উদ্ধার হয় অন্যান্য সামগ্রী। শিবলিঙ্গ ও মূর্তিগুলি দেখতে আশেপাশের গ্রামের প্রচুর উৎসুক মানুষের ভিড় জমে। খবর পেয়ে খয়রাশোল থানার এএসআই উদয় ভানু সাহা ও পুলিশকর্মীরা খবর পেয়ে মূর্তিগুলি উদ্ধার করে খয়রাশোল থানায় নিয়ে আসেন। কোথা থেকে এবং কি করে অজয় নদীর বালিতে শিবলিঙ্গগুলি ওখানে এলো তা নিয়ে কৌতূহল তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে।

Advertisements

এলাকার মানুষদের মধ্যে এই শিবলিঙ্গগুলি উদ্ধার হওয়া নিয়ে কৌতুহল তৈরি হওয়ার পাশাপাশি পুজোপাঠও শুরু করেছেন অনেকেই। স্থানীয় বাসিন্দাদের দাবি, এযাবত মোট দশটি এমন শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিবলিঙ্গগুলির মধ্যে বেশ কয়েকটি শিবলিঙ্গ ভাঙ্গা অবস্থায় উদ্ধার হয়।

[aaroporuntag]
স্থানীয় বাসিন্দাদের দাবি, “শিবলিঙ্গগুলি দেখে দীর্ঘদিনের পুরাতন মনে হচ্ছে। তবে এগুলি এখানে কিভাবে এলো তা বোঝা যাচ্ছে না। এগুলি অন্য কোথাও থেকে এসেছে নাকি এখানেই কোন মন্দির ছিল তা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। বর্তমানে এগুলি সংরক্ষণ করে রাখা দরকার।”

Advertisements