Indian Railways: মাত্র কয়েক সেকেন্ডের হাঁটাপথ, বাংলাতেই আছে ভারতের সবথেকে কম দূরত্বের স্টেশন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indian Railways: ভারতীয় রেলের পরিষেবার ওপর মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে। সমাজের যেকোন স্তরের মানুষ রেলের পরিষেবা নিতে পারে নিজেদের সামর্থ্য অনুযায়ী। স্বল্প খরচে এবং অল্প সময়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া যায়। ভারতীয় রেলের মতো আরামদায়ক এবং নিরাপদ যাত্রা আর কোন পরিবহন ব্যবস্থা দিতে পারেনা। সেই কারণেই ভারতীয় রেল হল দেশের মেরুদন্ড। শুধুমাত্র দেশে নয় গোটা বিশ্বে নিজের একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে ভারতীয় রেল। আজকের এই প্রতিবেদনে এমন একটি মজাদার বিষয় তুলে ধরা হবে যা সাধারণ মানুষের কাছে একেবারেই অজানা।

Advertisements

দীর্ঘ দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে রেলযাত্রাকে (Indian Railways) সাধারণ মানুষ সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। দীর্ঘ দূরত্বের ভ্রমণের ক্ষেত্রেও সাধারণ মানুষকে বেশি খরচ করতে হয় না ভারতীয় রেলের পরিষেবা নিতে গেলে। সমাজের যেকোন স্তরের মানুষ সচ্ছন্দের যাতায়াত করতে পারে ট্রেনে। ভারতীয় রেল নিজের পরিষেবাকে আরো বেশি উন্নত করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। এখানে কিন্তু থেমে যায়নি ভারতীয় রেল বরং চালু করে দিয়েছে বিশেষ ট্রেন পরিষেবাও। এদিকে যাত্রীদের আরও ভালো পরিষেবা দিতে কাজ করেই চলেছে ভারতীয় রেল। আজকের এই প্রতিবেদনে কোন ট্রেন নিয়ে আলোচনা করা হবে না বরং আলোচনা হবে এমন দুটি রেল স্টেশন নিয়ে যেটির একে অপরের দূরত্বের সীমা শুনলে আকাশ থেকে পড়বেন।

Advertisements

নিশ্চয়ই ভাবছেন কোন দুটো রেলস্টেশনের (Indian Railways) কথা আলোচনা করা হবে এই প্রতিবেদনে? এই স্টেশনগুলো দিয়ে প্রতিদিন বহু লোকাল ট্রেন এবং মালগাড়ি যাতায়াত করেন। এমনকি হাজার হাজার সাধারণ মানুষ এই স্টেশনের ওপর দিয়ে রোজ যাতায়াত করছেন। স্টেশন দুটির মাঝখানে দুরন্ত অবাক করে দেবে মানুষকে। বাংলাতেই অবস্থিত এই দুটি রেলস্টেশন। এমন স্টেশন কি আদৌ আছে বাংলায়? জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

Advertisements

আরও পড়ুন:Launches MaintenanceLaunches Maintenance: মেরামত হচ্ছে বহু লঞ্চ, হুগলি নদী জলপথ পরিবহণ ব্যবস্থায় বরাদ্দ আড়াই কোটি টাকা

 

জানেন কি দুটি রেলওয়ে স্টেশনের (Indian Railways) মধ্যে দূরত্ব কমপক্ষে ২-৩ কিলোমিটার? বাংলায় এই দুটি রেল স্টেশনের মধ্যে দূরত্ব মাত্র ২০০ মিটার। আদৌ কি এত কম দূরত্বের স্টেশন তৈরি হয়? দুটি রেল স্টেশন কিন্তু স্বাভাবিক দূরত্বসীমার বাইরে। এই দুটি স্টেশনই কলকাতা শহরতলি রেলের অন্তর্গত। সকলেরই চেনা স্টেশন দুটি, যার নাম হল টালিগঞ্জ ও লেক গার্ডেন্স। দুটি স্টেশনের মধ্যেই দূরত্ব অনেক কম।

টালিগঞ্জ স্টেশন আগে মাত্র একটি স্টেশন ছিল। পরবর্তীকালে তা দুটি হয় এবং যবে থেকে এই দুই নম্বর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেই মুহূর্তে ভারতের প্রায় ৭৫০০টি রেল স্টেশনের মধ্যে সবথেকে কম দূরত্বের রেল স্টেশন হিসেবে উঠে এসেছে টালিগঞ্জ ও লেক গার্ডেন্স স্টেশন। অবাক করা ঘটনা হল, টালিগঞ্জ স্টেশনে নতুন দু’নম্বর প্লাটফর্মটির শেষের অংশ থেকে লেক গার্ডেন্স স্টেশনে প্লাটফর্ম শুরু হওয়ার মধ্যবর্তী অংশটির দূরত্ব মাত্র ১১৫ মিটার বা ৩৭৭ ফুট। দুটি স্টেশনে দূরত্ব এতটাই কম যে, একটি ট্রেনের লাস্ট বগিটি যদি টালিগঞ্জ স্টেশনের শেষের দিকে থাকে তবে সেই ট্রেনটির প্রথম বগিটি থাকবে লেক গার্ডেন্স স্টেশনের কাছে।

Advertisements