Shrabani Mela Special Train started from Sealdah to Varanasi: ভারতীয় রেল হল এদেশের পরিবহন ব্যবস্থার মধ্যে সবথেকে বৃহৎ এবং উন্নতমানের একটি মাধ্যম। গোটা বিশ্বে ভারতীয় রেল তাদের নিজেদের জায়গা বজায় রেখেছে তাদের দক্ষতার দ্বারা। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে তারা সর্বদাই নানারকম প্রচেষ্টা করে চলেছে। অত্যাধুনিক মানের পরিষেবা এবং বিভিন্ন ট্রেন দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে। আজকের প্রতিবেদনে ভারতীয় রেলের এমনই একটি উদ্যোগের কথা তুলে ধরা হবে। যার ফলে যাত্রীদের সুবিধা বৃদ্ধি পাবে অনেকটাই। একেবারে ঘরের কাছে শিয়ালদা থেকেই পেয়ে যাবে স্পেশাল ট্রেন (Shrabani Mela Special Train)।
পূর্ব রেলের পক্ষ থেকে রেলযাত্রীদের দেওয়া হল একটি দুর্দান্ত চমক। এই ধরনের সুখবর আর হতে পারে না যাত্রীদের জন্য। বেশ কিছু বিশেষ ফ্রেন্ড ছাড়বে একেবারে শিয়ালদা থেকে। এমনকি এই ধরনের স্পেশাল ট্রেনে থাকবে অতিরিক্ত ৫৭০০ বার্থ। পূর্ব রেলের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার কথা মাথায় রাখা হবে। ভ্রমণের সময় যাতে যাত্রীদের কোনরকম সমস্যা না হয় সে বিষয়েও খেয়াল রাখতে হবে। পূর্ব রেলের তরফে শিয়ালদহ থেকে বিশেষ ট্রেন (Shrabani Mela Special Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিশেষ ট্রেন কোনটি এবং এটি কোন রুট দিয়ে যাবে সেটি জানতে অবশ্যই যাত্রীরা আগ্রহী। পূর্ব রেলের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। রাখি এবং শ্রাবণী মেলা উপলক্ষে শিয়ালদা থেকে বারাণসী অবধি বেশ কিছু স্পেশাল ট্রেন (Shrabani Mela Special Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে ট্রেনটি হল সাপ্তাহিক অর্থাৎ সপ্তাহের শুধুমাত্র শনিবার চলবে। এই পরিষেবা দীর্ঘদিনের জন্য নয়, ২৭ শে জুলাই থেকে ১৭ ই আগস্ট পর্যন্তই এই পরিষেবা পাবে যাত্রীরা।
আরও পড়ুন ? Eastern Railway: ছোট্ট কাজে বড় সাফল্য, ৩ মাসে ১২ কোটি টাকা ঢুকল পূর্ব রেলের ঘরে!
শিয়ালদা (Sealdah) থেকে রাত ১১:৫৫ মিনিটে ট্রেন নম্বর ০৩১১৩ ছাড়বে। তারপর ট্রেনটি পরের দিন বিকেল ৪টে নাগাদ বারাণসী পৌঁছাবে। এই বিশেষ ট্রেনটি মোট চারটি ট্রিপে যাতায়াত করবে। এরপর সেটি ফিরতি পথে ট্রেন নম্বর ০৩১১৪ বারাণসী থেকে সকাল ৫টা নাগাদ ছাড়বে। এরপর সেটি পরের দিন সকাল ১০:২০ মিনিটে শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে।
এই ট্রেনটি (Shrabani Mela Special Train) কোন কোন স্টেশনের উপর দিয়ে যাবে অর্থাৎ এর রুট কি সেটি সম্পর্কেও এই প্রতিবেদনে আলোচনা করা হবে। এই ট্রেনটি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডিহ, ঝাঝা, কিউল, মোকামা, পাটনা, দানাপুর, পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় এবং বারাণসী এই স্টেশনগুলোতে দাঁড়াবে। ফেরার সময় বারাণসী থেকে সেই একই রুট থাকবে। পূর্ব রেলের পক্ষ থেকে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে এই ট্রেনে জেনারেল, স্লিপার এবং এসি কামরার ব্যবস্থা করা হয়েছে। বিস্তৃতভাবে জানতে গেলে আপনাকে যেতে হবে www.enquiry.indianrail.gov.in -ওয়েবসাইটে । এছাড়া টিকিট কাটার জন্য রেলের অ্যাপ www.irctc.co.in -এ যেতে পারেন। মনে যদি বারাণসী ঘোরার সাধ থাকে তাহলে দেরি না করে ঝটপট কেটে ফেলুন এই টিকিট।