দুই ট্রেনে দুই রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদন : পরিযায়ী শ্রমিক অথবা ভিন রাজ্যে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের রাজ্যে ফেরার অনুমতি দিন কয়েক আগেই দিয়েছে কেন্দ্র। আর এই সকল শ্রমিকদের রাজ্যে ফেরানোর ক্ষেত্রে মানতে হবে বেশ কিছু সরকারি নির্দেশিকা তাও স্মরণ করিয়ে দেয় কেন্দ্র সরকার।আর কেন্দ্র সরকারের তরফ থেকে সবুজ সংকেত পাওয়ার পর দেশের প্রতিটি রাজ্য পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করার দাবি তোলে। দাবি মতো স্পেশাল ট্রেন চালু করার কথাও জানাই কেন্দ্র সরকার।তারপরেই শুরু হয় ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিক ও অন্যান্যদের রাজ্যে ফেরানোর প্রস্তুতি।

রবিবার জানা যায়, কেরল ও রাজস্থানের আজমের থেকে প্রথম দফায় পশ্চিমবঙ্গে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। আজমের থেকে ১,২০০ এবং কেরল থেকে প্রায় ৮৫০ জনের গ্রুপ ফিরছে বিশেষ ট্রেনে। আগামীকাল আজমের থেকে ট্রেন ছাড়বে এবং ৫ই মে পশ্চিমবঙ্গে পৌঁছাবে। এই ট্রেন দুটি মাত্র দুটি জায়গায় থামবে, দুর্গাপুর এবং ডানকুনিতে কিছু শ্রমিক নামিয়ে শিয়ালদা আসবে ট্রেনটি।

রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধানখড় ট্যুইট করে জানান, “ভিন রাজ্যে আটকে পড়া আমাদের রাজ্যের বাসিন্দাদের রাজ্যে ফেরানোর জন্য গতকাল রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সাথে আলোচনা হয়েছে। আগামী ৫ই মে আসানসোল হয়ে একটি ট্রেন দুর্গাপুরে এসে পৌঁছবে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে ওই স্পেশাল ট্রেন রাজস্থানের আজমের থেকে ছাড়বে।”

এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানান, “কথামতো আগামীকাল দুটি ট্রেন আজমের ও কেরালা থেকে ২৫০০ জন শ্রমিক, তীর্থযাত্রী, রোগী ও পড়ুয়াদের নিয়ে পশ্চিমবঙ্গে আসার জন্য রওনা দিচ্ছে। প্রটোকল মেনে প্রত্যেকের স্ক্রিনিং করা হবে।”

প্রসঙ্গত, রেল মন্ত্রকের তরফ থেকে ভিন রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিক ও অন্যান্যদের ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে ৬ টি শ্রমিক স্পেশাল ট্রেনের তালিকা দেওয়া হলেও সেখানে পশ্চিমবঙ্গের জন্য কোন ট্রেনের নাম ছিল না। এরপর রবিবারই রাজ্যপালের ঘোষণা থেকে জানা যায় প্রথম একটি ট্রেনের কথা। পরে মুখ্যমন্ত্রীর ঘোষণা থেকে জানা যায় আরও একটি ট্রেনের বিষয়ে।